নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরে ক্যাব চালককে খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম সানি কুমার ও ভিকি সাউ। শুক্রবার রাতে তাদের বেহালার রায় বাহাদুর রোড থেকে পাকড়াও করা হয়। চলতি বছরের মার্চে খুন হন ক্যাব চালক জয়ন্ত সেন। পার্কিং করার সময় জয়ন্তবাবুর গাড়ির সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগে। অভিযোগ, সঙ্গে সঙ্গে কয়েকজন যুবক এসে তাঁর উপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় তাঁকে। তিনি অচৈতন্য হয়ে পড়লে পালিয়ে যায় যুবকরা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই মারা যান জয়ন্তবাবু। তাঁর ভাই থানায় লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস মামলা রুজু করে তদন্তে নামে। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্তরা। পুলিসের কাছে খবর আসে, এদিন দুই অভিযুক্ত বেহালায় এসেছে। এরপর সেখানে হানা দিয়ে ধরা হয় সানি ও ভিকিকে। বাকিদের খোঁজ এখনও মেলেনি।