• সম্পত্তি কর: আওতার বাইরে থাকা বাড়ি, জমি অ্যাসেসমেন্টের নির্দেশ
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়ার্ড ধরে ধরে সম্পত্তি করের আওতার বাইরে থাকা বাড়ি, জমি, কারখানা চিহ্নিত করে তা অ্যাসেসমেন্ট করতে হবে। কোনও সম্পত্তিই যেন আন-অ্যাসেস না থাকে। একইসঙ্গে সম্পত্তি কর মূল্যায়ন করতে হবে এবং মিউটেশন করতে হবে। শুক্রবার, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে নির্দিষ্ট কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে আধিকারিকদের এমনই নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

    এদিন বেহালার শকুন্তলা পার্ক থেকে একটি ফোন আসে। তাতে অভিযোগ করা হয়, একটি আবাসনের কোনও ফ্ল্যাটই মিউটেশন করা হয়নি। পুরসভার আধিকারিকরা শুধু জায়গাটি দেখে চলে গিয়েছেন। তারপর বেশ কয়েক মাস কেটে গিয়েছে। তখনই মেয়র রেগে যান। তিনি বলেন, কেউ টাকা দিতে চাইছেন, আর আমাদের অফিসাররা হাত গুটিয়ে বসে আছেন! তাঁদের উদাসীনতার জন্য রাজস্ব আদায়ের প্রক্রিয়া ধাক্কা হচ্ছে। আপনারা এলাকা ভিজিট করুন। ওয়ার্ড ধরে ধরে কোথায় এমন সম্পত্তি রয়েছে, যেগুলির মূল্যায়ন হয়নি, সেগুলি চিহ্নিত করুন। দ্রুত এই বিষয়ে সম্পত্তি কর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিশেষ কমিশনারকে পদক্ষেপ করতে বলেছেন ফিরহাদ। পাশাপাশি, আরও বেশি শিবির করে এইসব সম্পত্তি অ্যাসেসমেন্ট করতে বলেছেন। মেয়রের সংযোজন, শহরের সংযুক্ত অঞ্চলে এমন অনেক সম্পত্তি রয়েছে, যেগুলি করের আওতাভুক্ত নয়। মিউটেশন হয়নি। সমস্ত সম্পত্তি করের আওতায় আনতে পারলে, অন্তত ২৫ থেকে ৩০ শতাংশ রাজস্ব বৃদ্ধি হবে।

    নতুন ফ্ল্যাট বা আবাসনের ক্ষেত্রে বিল্ডিং বিভাগের সঙ্গে সমন্বয়ে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র। তিনি নিয়মিতভাবে বিল্ডিং বিভাগের থেকে নথি সংগ্রহ করা এবং নির্মাণকাজ শেষ হয়ে গেলে দ্রুত মিউটেশনের ব্যবস্থা করতে বলেছেন। ফিরহাদ বলেন, অতীতের তুলনায় পুরসভার আয় বেড়েছে। শিবির করে বিভিন্ন সম্পত্তি করের আওতায় আনার কাজ চলছে। মিউটেশনও হচ্ছে। কিন্তু তাতে যে ফাঁক থেকে যাচ্ছে, সেগুলি দূর করে এই প্রক্রিয়াকে আরও গতিশীল করতে হবে।
  • Link to this news (বর্তমান)