কলকাতা, ৫ এপ্রিল: চৈত্রের গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর। শুক্রবার আশা জাগিয়েও বৃষ্টি হয়নি শহরে। আজ, শনিবার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী সোম-মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ কিছুটা মেঘলা ছিল। তবে বৃষ্টি বিশেষ হয়নি। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ায় আকাশ মেঘলা ছিল। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয়বাষ্পের হার ছিল সর্বোচ্চ ৯৪ শতাংশ ও সর্বনিম্ন ৫৭ শতাংশ।