• শিশু হাসপাতালের ঠিক উলটো দিকে সাধু-সন্তের নাম নিয়ে কী চলছিল জানেন?
    হিন্দুস্তান টাইমস | ০৫ এপ্রিল ২০২৫
  • দোকানের নাম লোকনাথ মেডিক্যাল। দোকানের অবস্থান ঠিক কলকাতার নারকেলডাঙায় বিসি রায় শিশু হাসপাতালের উলটো দিকে। আর সেখানেই চলছিল জাল, মেয়াদ উত্তীর্ণ ওষুধের রমরমা কারবার। ড্রাগ কন্ট্রোলের অভিযানে ধরা পড়ে গিয়েছিল কারচুপি। অবশেষে বাতিল হল সেই ওষুধের দোকানের লাইসেন্স। কিন্তু প্রশ্ন উঠছে, সাধু সন্তের নামে দোকান খুলে শিশু হাসপাতালের সামনে যারা জাল ওষুধ বিক্রি করছিল তাদের শাস্তি হবে কি?

    জানা গিয়েছে, লোকনাথ মেডিক্যাল নামে ওই দোকানের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে জাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ উঠছিল। প্রথম অভিযোগ আসে এনআরএস হাসপাতালের তরফে। চিঠি দিয়ে অভিযোগ জানান হাসপাতালের এক আধিকারিক। এর পর বিসি রায় হাসপাতাল থেকে অভিযোগ জমা পড়ে ড্রাগ কন্ট্রোলের কাছে। জোড়া অভিযোগ পেয়ে ওষুধের দোকানে অভিযান চালায় ড্রাগ কন্ট্রোল। সেখান থেকে নিম্নমানের ওষুধ, নামি ব্র্যান্ডের জাল ওষুধ ও প্রচুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার করেন তাঁরা। জানা গিয়েছে, ওই দোকানে ওষুধ সংরক্ষণ করার কোনও নিয়মই মানা হত না। ওষুধ সংরক্ষণের জন্য নির্ধারিত তাপমাত্রার বালাই ছিল না। ওষুধ সংরক্ষণের ঘরে চুঁইয়ে পড়ত জল। এমনকী ফ্রিজ থেকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার হয় বলেও জানা গিয়েছে।

    বেনিয়মের প্রমাণ পেয়ে ওষুধের দোকানের মালিককে শো কজ করে ড্রাগ কন্ট্রোল। অভিযোগ, শো- কজের কোনও জবাব দেননি তিনি। এর পর তাঁকে শুনানির জন্য ডাকা হয়। ৩ বার নোটিশ পাঠালেও শুননিতে হাজির হননি কেউ। ফলে শুক্রবার একতরফা ভাবে ওষুধের দোকানটির লাইসেন্স বাতিলের ঘোষণা করে ড্রাগ কন্ট্রোল।

    ড্রাগ কন্ট্রোল ওই ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করলেও জাল ওষুধ বিক্রির জন্য দোকানের মালিকের বিরুদ্ধে শাস্তি হবে কি? উঠছে সেই প্রশ্ন। বিশেষ করে শিশু হাসপাতালের সামনে যারা জাল ওষুধ বিক্রি করেন তাদের কঠোর শাস্তির দাবি করেছেন হাসপাতালে আসা শিশুদের অভিভাবকরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)