• ওয়াকফ বিল পাশের ভোটাভুটিতে সংসদে উপস্থিতি নিয়ে প্রশ্ন, নওশাদকে আইনি নোটিস অভিষেকের
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৫
  • ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকিকে আইনি নোটিস পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    ৩ এপ্রিল ওয়াকফ সংশোধনী বিল পাশের সময়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকি। সংসদে অভিষেকের উপস্থিত থাকা নিয়ে এক বিবৃতিও দিয়েছেন নওশাদ। ভাঙড়ের বিধায়ককে আইনি নোটিস পাঠিয়ে সেই বিবৃতি 'মিথ্যা ও বিভ্রান্তিকর' বলে দাবি করেছেন অভিষেক। ওই নোটিস পাঠিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু।

    নওশাদ বলেছিলেন, 'আজকে (৩ এপ্রিল) আপনি অভিষেকের বিষয়ে বলছেন? অভিষেক সংসদে ছিলেন? আমি তো অনেকক্ষণ ভিডিয়ো দেখছিলাম। আমি তো এটা খুঁজছি যে, সংসদে তৃণমূলের ক'জন সাংসদ উপস্থিত ছিলেন এবং ক'জন উপস্থিত ছিলেন না। আমিও দেখছি, তাঁদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কী ব্যবস্থা গ্রহণ করে। তার পরে কী ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে নিয়ে করতে হয় সেটা আমি দেখাব।'

    নোটিসে আইনজীবী জানিয়েছেন, সংসদে অভিষেকের উপস্থিতি নিয়ে নওশাদ গুজব ছড়াচ্ছেন। তাঁর বিবৃতি ও অভিযোগ মিথ্যা এবং তা অস্বীকার করছেন অভিষেক। মুসলিম সম্প্রদায়ের প্রতি সাংসদ অভিষেকের সহানুভূতি ও সৌভ্রাতৃত্ব বোধ রয়েছে। সেই কারণেই সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরোধিতা করেন অভিষেক। ৩ এপ্রিল সংসদে ওই সংশোধনী বিল পাশ নিয়ে ভোটাভুটির সময় শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ। অভিষেকের উপস্থিতি সংক্রান্ত একটি ছবিও ওই নোটিসের সঙ্গে পাঠানো হয়েছে।

    আইনজীবী জানিয়েছেন, নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নওশাদ তাঁর বিবৃতি প্রত্যাহার না করলে এবং ওই বিবৃতির ব্যাখ্যা না দিলে অভিষেক কড়া আইনি পদক্ষেপ করবেন।

  • Link to this news (এই সময়)