• মাথার উপর ২০ লক্ষ লোন, বাড়ি তৈরির কাজ শুরুর আগেই চাকরিহারা মেদিনীপুরের শিক্ষক দম্পতি
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৫
  • স্বামী-স্ত্রী দু’জনেই হাইস্কুলের শিক্ষক ছিলেন। এসএসসির ২০১৬ সালে প্যানেলে চাকরি পেয়েছিলেন তাঁরা। সুপ্রিম কোর্ট এই গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে। ফলে রাতারাতি চাকরি গিয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ভুঁইয়া দম্পতির। এ দিকে জমি কিনে বাড়ি করার জন্য ২০ লক্ষ টাকা লোন নিয়েছিলেন তাঁরা। সেই টাকা কী ভাবে মেটাবেন, তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না শান্তিনাথ ভুঁইয়া এবং তাঁর স্ত্রী রুবি চোংদার ভুঁইয়া। 



    তাঁদের বাড়ি চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ধামকুড়া গ্রামে। ২০১৬-র এসএলএসটি-তে পাশ করেছিলেন তাঁরা। ইন্টারভিউ, কাউন্সেলিং-এর পর ২০১৯ সালে একসঙ্গে চাকরিও পেয়েছিলেন তাঁরা। কিন্তু রাতারাতি চাকরি গিয়েছে এই দম্পতির। দু’জনের বাড়িতেই রয়েছে প্রবীণ বাবা-মা। স্বামী-স্ত্রীর সার্ভিস লোনের পরিমাণ ২০ লক্ষ। স্বাভাবিক ভাবেই দুই পরিবারের দু’জন কর্মরতর চাকরি চলে যাওয়ায় গোটা বাড়িতে কান্নার রোল।

    ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় পাশ করার পর ২০১৮ সালে চাকরিতে যোগদান করেন শান্তিনাথ এবং রুবি। শান্তিনাথ হুগলির শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাইস্কুলের জীববিদ্যার শিক্ষক এবং রুবি হুগলির গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে পদার্থবিদ্যা পড়াতেন। ২০১৯ সালে দেখাশোনা করে বিয়ে হয় তাঁদের। এই দম্পতির একটি ৫ বছরের ছেলেও রয়েছে। মাথার উপরে ছাদ না থাকায় লোন নিয়ে একটি জমি কিনেছিলেন এই দম্পতি। সেখানে বাড়ি কেনার পরিকল্পনাও চলছিল।

    কিন্তু এই সমস্তকিছুর মধ্যেই রাতারাতি চাকরি গিয়েছে দু’জনের। শান্তিনাথের দাবি, ‘আমরা তো যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি। অবৈধদের তো সুপ্রিম কোর্ট চিহ্নিত করেছে বলেই তাঁদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে কেন আমাদের চাকরিটা কেড়ে নেওয়া হলো? মাধ্যমিক থেকে এমএসসি সবেতেই আমার ফার্স্ট ক্লাস রয়েছে। কিন্তু ফের পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া কি সম্ভব?’ চোখে জল শান্তিনাথের। স্ত্রী রুবি রান্নার জন্য সবজি কাটছিলেন। স্বামীর চোখে জল দেখে তাঁর পাশে এসে বলেন, ‘আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি সবাই অসুস্থ। ৫ বছরের ছেলেও রয়েছে। মাথার উপর এত টাকা লোন! হঠাৎ করে এই নির্দেশে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে।’ মুখ্যমন্ত্রীকে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাঁদের সার্বিক পরিস্থিতি বিচার করে পদক্ষেপ করার আর্জি এই দম্পতির। 

  • Link to this news (এই সময়)