• যুবকের রক্তমাখা দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য বীরভূমের মুরারইতে
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৫
  • নিখোঁজ থাকা এক যুবকের ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ উদ্ধার নিয়ে প্রবল চাঞ্চল্য বীরভূমের মুরারইতে। মুরারাই থানার বাহাদুরপুর গ্রাম সংলগ্ন পাগলা নদীর ব্রিজ এলাকায় শনিবার সাদ্দাম শেখ (২৯) নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল সাদ্দাম।

    পুলিশ দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা সাদ্দাম শেখকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে। পুলিশের অনুমান, বৃহস্পতিবার রাতেই তাঁকে খুন করা হয়।

    মৃতের ভাই আল আসগর বলেন, ‘দাদার মোবাইলের দোকান ছিল। অনেককে টাকা ধারও দিত। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ একজন দাদাকে ফোন করে ধারের টাকা নিয়ে আসতে বলে ওই ফোন পেয়ে দাদা বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই দিন থেকেই দাদা নিখোঁজ। শনিবার সকালে রাস্তার ধারে একটি চাষের জমিতে দাদার দেহ পড়ে রয়েছে বলে খবর আসে। দাদাকে নৃশংসভাবে খুন করে গাছের ডালপালা দিয়ে চাপা রাখা হয়েছিল। মুখে ভারি কিছু দিয়ে মারাও হয়েছে। সামনের দাঁতগুলো নেই। গলায় একটা বেল্ট জড়ানো ছিল। হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। দাদার ফোনটাও পাওয়া যায়নি। পুলিশকে বলেছি, সেই দিন রাতে কে ফোন করেছিল সেটা জানতে। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই।’ পুলিশ ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)