• আত্মীয়ের বাড়ি থেকে আর ফেরা হলো না, ৭ বছরের শিশুকে পিষে পালাল গাড়ি
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৫
  • বেপরোয়া গতির বলি সাত বছরের শিশুকন্যা। শিশুটিকে পিষে দেয় চার চাকার গাড়ি। এখনও গাড়িটিকে আটক করা যায়নি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার জোয়ারু মোড়ে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ডায়মন্ড হারবার থানার জোয়ারু এলাকায় বাবা-মায়ের সঙ্গে আত্মীয়র বাড়িতে গিয়েছিল বছর সাতেকের সিমরন খাতুন(৭)। তার বাড়ি মরুইবেড়িয়া গ্রামে। এ দিন আত্মীয় বাড়ি থেকে ফেরার সময়ে একটি চার চাকা গাড়ি সিমরনকে পিষে দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। স্থানীয়রাই ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা ছড়ায় জোয়ারু মোড়ে।

    মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন ডায়মন্ড হারবার থানার আধিকারিকেরা। গাড়ির চালককে গ্রেপ্তারের জন্য সমস্ত পদক্ষেপ করা হবে বলেও জানানো হয় পুলিশের তরফে। ইতিমধ্যেই ওই রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। সেই অভিযোগের সত্যতাও খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)