• মেলা চলাকালীন ভেঙে পড়ল নাগরদোলা, হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনায় আহত ৪...
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ঈদ উপলক্ষে বসেছে মেলা। সেই মেলা চলাকালীনই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। নাগরদোলার একাংশ ভেঙে গিয়ে গুরুতর আহত হলেন ৪ ব্যক্তি। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে হাওড়ার বাঁকড়া এলাকায়। জানা গিয়েছে, মর্মান্তিক ঘটনার পর মেলায় জয় রাইড বন্ধ করে দিয়েছে প্রশাসন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকড়ায় ঈদ উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়েছিল। মেলা উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই সন্ধ্যার দিকে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। শুক্রবার রাতেও সাধারণ মানুষের ভিড় থিকথিক করছিল মেলা চত্বরে। 

    হঠাৎই ভেঙে পড়ে নাগরদোলার একাংশ। গুরুতর আহত হন মেলা দেখতে আসা ৪ ব্যক্তি। এক মহিলা সহ আহত চারজনকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। জানা গিয়েছে, আহত মহিলার অবস্থা স্থিতিশীল।

    পুলিশ সূত্রে খবর, ডোমজুড় বিধানসভার বাঁকড়া আঞ্জুমান মাঠে প্রতি বছরই ঈদকে কেন্দ্র করে মেলা বসে। এবারেও শান্তিপূর্ণ ভাবেই মেলা চলছিল। হঠাৎই শুক্রবার নাগরদোলার একাংশ ভেঙে পড়ে চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ওই সমস্ত জয়রাইড আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)