• অপেক্ষা ছিল স্ত্রীর কখন ঘুমায়, তারপরেই ঘটল হাড়হিম কাণ্ড
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক বিবাদের জেরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি  শুক্রবার গভীর রাতে ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চরকা গ্রামে। ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন করে শনিবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ফাতেমা বিবির (৩৮) বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বালিঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগে চরকা গ্রামের বাসিন্দা পেশায় হোটেল কর্মচারী আজিম শেখ নামে এক যুবকের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। 

    তিন সন্তানের মা ফাতেমার সঙ্গে গত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন কারণে আজিমের বনিবনা হচ্ছিল না বলে স্থানীয় সূত্রের খবর। এই কারণে তাদের মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত। শুক্রবার গভীর রাতে ফাতেমা যখন তার তিন নাবালক সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন সেই সময় হোটেল থেকে ফিরে এসে একটি ভারী কাঠের টুকরো দিয়ে ফাতেমার মাথায় আজিম আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে  চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

    মৃতার সন্তান আহাত শেখ বলেন, 'গতকাল রাতে আমরা মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিলাম। বাবা রাতের বেলায় বাড়ি ফিরে হঠাৎই মায়ের মাথায় দরজায় আটকানোর 'খিল' দিয়ে আঘাত করে।' যদিও কী কারণে ঘুমন্ত ফাতেমার উপর এই হামলা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত আজিমের পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, আজিম মানসিকভাবে অসুস্থ। সেই কারণেই হয়ত স্ত্রীর উপর হামলা চালিয়েছে। 

    রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই আজিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানসিক অসুস্থতার বিষয়টি চিকিৎসকরা খতিয়ে দেখবেন। আদালতের কাছে অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।
  • Link to this news (আজকাল)