• শহরজুড়ে প্রায় ৪৩টি মিছিল, রামনবমীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা কলকাতা পুলিশের...
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার রামনবমী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, শুধুমাত্র কলকাতা জুড়ে প্রায় ৪৩টি মিছিল বেরনোর কথা। বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন ছাড়াও মিছিলের ডাক দিয়েছে বিজেপি। এন্টালি, কাশীপুর, হেস্টিংস, পিকনিক গার্ডেন এলাকা থেকে বড় মিছিল বেরনোর কথা। রামনবমীর দিন অশান্তি এড়াতে কঠোর নিরাপত্তায় কলকাতা পুলিশ। 

    সূত্রের খবর, রামনবমীর দিন পরিকল্পনা নিয়ে শনিবারেই বিশেষ বৈঠকে বসবেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। শনিবার এক বিবৃতির মাধ্যমে জানা গিয়েছে, কলকাতা উত্তর থেকে শুরু করে কালীঘাট, ঠাকুরপুকুর, বাঘাযতীন, দেশপ্রিয় পার্ক, কলকাতা মধ্য এবং কলকাতা দক্ষিণে মিছিল বেরবে রামনবমীর। তার মধ্যে বিজেপির মিছিলও রয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, রামনবমী উপলক্ষ্যে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার পুলিশকর্মীকে নিরাপত্তা রক্ষায় রাখা হতে পারে।

    পাশাপাশি, গোটা রাজ্য জুড়ে ২৯ জন আইপিএস অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হবে। কলকাতায় তুলনায় বড় এবং পুরনো মিছিলে ডিসি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিত থাকার কথা। মিছিলের শুরুর জায়গা থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটাই হবে পুলিশি প্রহরায়। নজর রাখা হবে ড্রোনের মাধ্যমে। আচমকা যদি কোনও অশান্তির পরিস্থিতি সৃষ্টি হয় তা নিয়ন্ত্রণে আনতে যাবতীয় ব্যবস্থা থাকবে পুলিশকর্মীদের কাছে।

    এমনকি, তৈরি রাখা হচ্ছে কুইক রেসপন্স টিমও। জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি রাজ্যের ১০টি জেলার দিকে বিশেষভাবে নজর দিচ্ছে প্রশাসন। ২৯জন আইপিএস এই ১০ জেলায় নজর রাখবেন। তার মধ্যে রয়েছে আসানসোল, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণার মতো জেলা। অস্ত্র নিয়ে যাতে মিছিলে কেউ না বেরয় সেদিকেও কড়া নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)