সিপিএমে ফের দুই তরুণ নেতাকে ঘিরে বিতর্ক, অস্বস্তিতে দল
আজকাল | ০৫ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষকের চাকরি, রাজ্যজুড়ে রাস্তায় নেমেছে বিরোধীরা। অন্যদিকে, ঠিক এমন সময়েই সিপিএমের এক নবনির্বাচিত রাজ্য কমিটির সদস্যের ছবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর বিতর্ক। শুক্রবার মাদুরাইয়ে চলা পার্টি কংগ্রেসে যখন উপস্থিত সেই তরুণ নেতা, তখনই তাঁর কিছু ছবি ভাইরাল হয়ে উঠেছে, যা নিয়ে আলিমুদ্দিনের অন্দরমহলে স্পষ্ট অস্বস্তির সুর।
এই নেতা, যিনি ছাত্র-যুব আন্দোলনের মঞ্চ থেকেই রাজনীতিতে উঠে এসেছেন, কলকাতার ভূমিপুত্র না হয়েও কলকাতা জেলায় যথেষ্ট প্রভাবশালী। কর্মীদের অনেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিলেন তাঁর ব্যক্তিগত জীবন এবং ‘চারিত্রিক সমস্যাগুলি’ নিয়ে, কিন্তু দল তা উপেক্ষা করেই তাঁকে গুরুত্ব দিয়ে চলেছে।
বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণভাবে ওই সিপিএম নেতাকে কটাক্ষ করে লেখেন, "দলের সবাই কি সুশান্ত ঘোষ হয়ে গেলেন?" পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, "যাঁদের ভদ্রলোক বলে জানতাম, তাঁদের মধ্যে উনিও ছিলেন। এখন দেখি, সেটাও ভুল ছিল। যদি ছবিগুলো ভুয়ো হয়, তাহলে তাঁর উচিত আইনি পদক্ষেপ নেওয়া।"
এই ঘটনার প্রেক্ষিতে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাফ জানান, "এটা বিজেপির নজর ঘোরানোর চেষ্টা। তবুও যদি দলের ভিতরে কেউ অভিযুক্ত হন, অভিযোগ এলে দল খতিয়ে দেখবেই।"
তবে সমস্যা এখানেই শেষ নয়। দলের একাংশের দাবি, এক তরুণী ওই নেতার বিরুদ্ধে দলের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের কপি পৌঁছেছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদারের কাছেও। যদিও এই অভিযোগের আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও মেলেনি, এবং অভিযুক্ত নেতাও এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর সংক্ষিপ্ত জবাব, "আমি এই বিষয়ে কিছু বলব না।"
এর মধ্যেই আরও এক যুব নেতাকে ঘিরে তীব্র অসন্তোষ দানা বাঁধছে দলের অভ্যন্তরে। কলকাতার এক গুরুত্বপূর্ণ এলাকায় যিনি যুব সংগঠনের দায়িত্বে রয়েছেন, তাঁর বিরুদ্ধেও চারিত্রিক স্খলনের অভিযোগ রয়েছে দীর্ঘদিন। তবে সব অভিযোগ উপেক্ষা করেই আসন্ন জেলা সম্মেলনে তাঁকেই ‘যুব আন্দোলনের মুখ’ করতে চলেছে দল — এমনটাই দাবি সূত্রের। ওই যুব নেতার বিরুদ্ধে দলকে জানাতে গেলে এক তরুণীকে কলকাতা জেলা অফিসের বাইরে 'আটক' করে রীতিমতো 'বোঝানো' হয় যে এটা করা কতটা 'অকমিউনিস্ট সুলভ', জানা গেছে। যদিও জেলা যুব শাখার এক নেতার দাবি, “এই খবর সম্পূর্ণ গুজব।’’
সম্প্রতি প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ ও প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের মতো নেতাদের বিরুদ্ধে মহিলা সংক্রান্ত অভিযোগে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল সিপিএম। সেই ক্ষত এখনও শুকোয়নি, তার মধ্যেই নতুন বিতর্ক যেন ফের অস্বস্তিতে ফেলেছে শতবর্ষ ছোঁয়া এই দলকে।
দলের ভাবমূর্তি রক্ষা করতে আলিমুদ্দিন এবার কতটা কড়া পদক্ষেপ নেয়, সেদিকেই নজর কর্মী-সমর্থকদের।