গোবরডাঙায় বাসন্তী পুজোর প্যান্ডেলে আগুন-উল্টে পড়ে মূর্তি, প্রতিবাদে রাস্তা অবরোধ
আজ তক | ০৫ এপ্রিল ২০২৫
বাসন্তী পুজোর প্যান্ডেলে আগুন লাগাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার বেরগুম কাছারি বাড়ি এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বিক্ষোভ দেখান এলাকাবাসীর। উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। গোবরডাঙা থানার বেরগুম কাছারি বাড়ি এলাকায় চল্লিশ বছর ধরে অগ্রদূত সংঘ ক্লাবের পক্ষ থেকে বাসন্তী পুজোর আয়োজন করা হচ্ছে। এবারেও পুজোর আয়োজন করা হয়। অভিযোগ, শনিবার ভোর রাতে প্যান্ডেলের পেছন থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাউদাউ করে আগুন গ্রাস করে প্যান্ডেলকে। মাটির মূর্তিরও একাংশ পুড়ে যায়। বেদীতে উল্টে পড়ে থাকতে দেখা যায় মূর্তিটি।
সকালে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। বেরগুম কাছারি বাড়ি মোরে প্রায় ৪০ মিনিট রাস্তা অবরোধ করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোবরডাঙা থানার পুলিশ। আসেন হাবরার এসডিপিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে এলাকায়। কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের কাজ করল তা জানতে তদন্তে নেমেছে গোবরডাঙা থানা। গ্রামবাসীরা পুলিশের কাছে দাবি করেছেন যে এই ঘটনার অপরাধীকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হোক।
পুলিশের সূত্র জানিয়েছে যে পুজোর অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামের দুটি গোষ্ঠীর মধ্যে পারস্পরিক বিবাদের ঘটনা বলেই মনে হচ্ছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধীকে শীঘ্রই গ্রেফতার করা হবে।