• যাদবপুর ক্যাম্পাসে কি রামনবমী হবে? কী বলছে কর্তৃপক্ষ, ‘সাধারণ ছাত্রছাত্রী’রা?
    হিন্দুস্তান টাইমস | ০৫ এপ্রিল ২০২৫
  • এবছর কি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী পালিত হবে? এই প্রশ্ন ওঠার কারণ হল, এ নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। 'সাধারণ ছাত্রছাত্রী' বলে নিজেদের দাবি করা একদল পড়ুয়া কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন, যাতে এবছর তাঁদের ক্যাম্পাসের ভিতর রামনবমী পালন করার অনুমতি দেওয়া হয়।

    যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই আবেদন করা হয়েছিল গত ২৮ মার্চ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে রামনবমী পালনের আর্জি জানানো হয়েছিল। কিন্তু, এই বিষয়ে আলোচনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ওই দিনই সাফ জানিয়ে দেওয়া হয়, এই ধরনের কোনও অনুষ্ঠান পালনের অনুমতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে না।

    এক্ষেত্রে অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে 'সাধারণ ছাত্রছাত্রী'-দের আবেদন খারিজ করা হলেও, সেই সংক্রান্ত নির্দেশিকায় কর্তৃপক্ষের তরফে কারও স্বাক্ষর ছিল না। যার জেরে পরবর্তীতে ফের একই নির্দেশিকা দেওয়া হয় এবং তাতে স্বাক্ষরও করা হয়।

    কর্তৃপক্ষের যুক্তি হল, আজ পর্যন্ত কোনও দিন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে রামনবমী পালনের অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে এই বিশ্ববিদ্য়ালয়ে কোনও উপাচার্যও নেই। তাই, নতুন করে এ নিয়ে আলাদা কোনও সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। তাই, এ বছরও রামনবমী পালনের অনুমতি দেওয়া হচ্ছে না। একই সঙ্গে, এই অনুমতি না দেওয়ার নেপথ্যে অন্য়ান্য কারণও পেশ করা হয়।

    যদিও আবেদনকারীরা দাবি করছেন, গত বছর আসলে বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালনের অনুমতি প্রথমে দেওয়া হয়েছিল। কিন্তু, পরে সেই অনুমতি খারিজ করে দেওয়া হয়। তাই, এবছর কর্তৃপক্ষ অনুমতি না দিলেও তাঁরা রামনবমী পালন করবেন। তাঁদের পালটা যুক্তি, যদি বিশ্ববিদ্যালয়ে অন্য নানা অনুষ্ঠান পালনে বাধা না থাকে, তাহলে কেন রামনবমী পালনের অনুমতি দেওয়া হবে না?

    সূত্রের দাবি, ওই 'সাধারণ ছাত্রছাত্রী'রা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে তাঁরা তাঁদের মতো করে রামনবমী পালন করবেন।

    এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য হল, তাদের যা বলার তা তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তারক্ষীরা রয়েছেন। তাঁরা সুরক্ষাবিধি রক্ষার বিষয়টি দেখবেন। বাকি পুলিশকেও বলা আছে যাতে তারা প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষার দিকে নজর রাখে।

    এবার এই প্রেক্ষাপটে সাপ্তাহিক ছুটির দিনে কারা, কোথায়, কী করবে, তার দায় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নয়, সেটা স্পষ্ট করে দিয়েছে তারা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)