• 'দিলীপ ঘোষ বলছেন রামের ইচ্ছায় সব হয় তাহলে একটা প্রশ্ন…' কী লিখলেন কুণাল?
    হিন্দুস্তান টাইমস | ০৫ এপ্রিল ২০২৫
  • সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানে তিনি লিখেছেন, দিলীপ ঘোষ বলেছেন সবই রামের ইচ্ছায় হয়! তাহলে একটি প্রশ্ন, খড়্গপুরের যে বাংলোটিতে দিলীপবাবু গেলে থাকেন, ভগবান রামের ইচ্ছাতেই কি এই জবরদখল? তথ্য বলছে, বাংলোটির ব্যবহারকারীর মেয়াদ শেষ ২০২০ সালে। তার পাঁচ বছর পরেও দিলীপবাবু ওটা ব্যবহার করছেন কী করে? কারা দখল করে রেখেছে? কেন বিনা অনুমোদনে ব্যবহার চলছে?

    এরপর তিনি একটি নথি তুলে ধরেছেন। সেই নথি দেখিয়ে তিনি মূলত খড়্গপুরের একটি বাংলা দখলের অভিযোগ তুলে বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিশানা করেছেন। তবে এক্ষেত্রে দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রামনবমীর মিছিলে মহা উৎসাহে উপস্থিত রয়েছেন দিলীপ ঘোষ।

    তবে বেলদায় রামনবমীর মিছিলে অংশ নিয়েছে দিলীপ ঘোষ। তিনি সেই মিছিলে অংশ নিয়ে এবিপি আনন্দকে বলেন, পুলিশের অর্কমন্যতার জন্য় যদি অশান্তি হয় তার জন্য় তো অন্যরা দায়ী নয়। আমরা কোনও উৎসব বন্ধ করব না। ওপার বাংলার হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। এখানেও অত্যাচারিত হচ্ছে। ওপাশে চিন্ময় প্রভূ আর এপারে হিরন্ময় প্রভূ আক্রান্ত হচ্ছেন। গ্রামে গ্রামে শহরে শহরে হাজার হাজার শোভাযাত্রা বের হবে। না হলে তার প্রতিক্রিয়া হবে। আশঙ্কার নাম করে ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, রামচন্দ্রের ইচ্ছায় ভারতে পরিবর্তন হচ্ছে। কোনও চিন্তার কারণ নেই। ভারত আজ সুরক্ষিত। কোনও চিন্তা করবেন না। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন হিন্দুদের উৎসবে সুরক্ষা দিতে পারে না পুলিশ।এই বাংলার আর বাংলাদেশ হওয়ার বাকি নেই।

    কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা বলেন, কোনও লোকের যাতে কোনও অসুবিধা না হয় সেটা দেখতে হবে। মাননীয় হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা আমরা সকলকে জানিয়েছি। সবাই যাতে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারে সেটার জন্য বলা হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)