• ভুয়ো কাস্ট সার্টিফিকেটের তদন্তে রাজ্যের একাধিক স্কুলকে নোটিশ সিআইডির
    হিন্দুস্তান টাইমস | ০৫ এপ্রিল ২০২৫
  • রাজ্যে ভুয়ো কাস্ট সার্টিফিকেট চক্রের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে সিআইডি। এবার রাজ্যের কয়েকটি স্কুলের তফশিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্রছাত্রীদের ব্যাপারে নির্দিষ্ট তথ্য চেয়ে পাঠাল তারা। তথ্য চেয়ে রাজ্যের বেশ কয়েকটি স্কুলে চিঠি দিয়েছে সিআইডি।

    জানা গিয়েছে, রাজ্যের বেশ কয়েকটি স্কুলে পৌঁছেছে সিআইডির নির্দেশিকা। তাতে তফশিলি জাতি ও উপজাতিভুক্ত বেশ কয়েকজন ছাত্রছাত্রীর তথ্য চাওয়া হয়েছে। তারা কোনও সরকারি ভাতা পেতেন কি না। পেলে কোন ভাতা কত বছর ধরে পেয়েছেন। তারা এখনও স্কুলে পড়েন কি না এসব জানতে চাওয়া হয়েছে গোয়েন্দাদের তরফে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভুয়ো সার্টিফিকেট কাণ্ডের তদন্তেই এই চিঠি।

    বলে রাখি, রাজ্যে ভুয়ো কাস্ট সার্টিফিকেট বিলি হচ্ছে বলে অভিযোগ করেছে বেশ কয়েকটি রাজ্য সরকারি ও সরকার পোষিত প্রতিষ্ঠান। তার মধ্যে রয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ও। এই ঘটনার তদন্তে নেমে বিভিন্ন জেলায় ভুয়ো সার্টিফিকেট চক্রের হদিশ পেয়েছে সিআইডি। তফশিলি জাতি বা উপজাতিভুক্ত নন, এমন ব্যক্তিকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই দুর্নীতিতেত ইতিমধ্যে খড়গপুর ও ব্যারাকপুরের ২ ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে শো-কজ করেছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)