বিধ্বংসী আগুনের গ্রাসে সাঁকরাইলের একটি থার্মোকলের গোডাউন। শনিবার দুপুর নাগাদ আগুন লাগে ওই গোডাইনে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গোটা গোডাউন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও কয়েকটি ইঞ্জিন এসে পৌঁছয়। গোডাউনের অগ্নিকাণ্ডে এক জনের মৃত্যুও হয়েছে বলে খবর। নিহত আকাশ হাজরা তুলসীবেড়িয়ার বাসিন্দা। গোডাউনের সামনে দেহ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।
সাঁকরাইলের আলমপুর মোড়ে আন্দুল রোডে রয়েছে থার্মোকলের ওই গোডাউন। আগুন লাগার সঙ্গে সঙ্গে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুকুর থেকে, রিজার্ভার থেকে জল এনে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকল এলেও টানা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা। সূত্রের খবর, ওই গোডাউনের ভিতর থেকেই এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গোডাউনের কর্মী বলে স্থানীয়দের একাংশের দাবি।
ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। আগুন লাগার কারণ বলেননি দমকল আধিকারিকেরা। দমকল আধিকারিক আরকে সাহা জানিয়েছেন, ফরেন্সিক তদন্তে পরেই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।