• পাইথনের লেজ ধরে টানাটানি ভিডিয়ো ভাইরাল, তদন্তে বন দপ্তর
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৫
  • এই সময়,আলিপুরদুয়ার: বন্যপ্রাণীদের প্রতি মানুষের বর্বরোচিত কাজের হাজারো উদাহরণ রয়েছে বিশ্ব জুড়ে। এ বার বক্সা ব্যাঘ্র প্রকল্পে একটি পাইথনের লেজ ধরে টানাটানির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই সময়’। বৃহস্পতিবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভিতরে একটি অসহায় অজগরের লেজ ধরে টানাটানি চলে একাধিক বার। গভীর জঙ্গল ছেড়ে রাস্তা পার হচ্ছিলো প্রায় ৮ ফুট লম্বা অজগরটি।

    সে সময়ে বাধা দেওয়া হয় সাপটিকে। ঘটনার সময় অনেকে সেই ছবি মোবাইলে রেকর্ডিং করতে ব্যস্ত ছিলেন। কেউ বা সাপ দেখে একদম কাছে ছবি তোলা শুরু করেন। সবচেয়ে মারাত্মক কাজ করেন এক ব্যক্তি। অজগরের লেজ ধরে একাধিকবার টেনে রাস্তার মাঝখানে নিয়ে আসেন তিনি। এতে আরও উৎসাহ বেড়ে যায় ঘটনাস্থলে উপস্থিত সকলের। শেষ পর্যন্ত সাপটি জঙ্গলে ঢুকে পড়ে। তবে আশঙ্কা করা হচ্ছে অত্যধিক লেজ ধরে টানাটানির ফলে সাপটি শেষ পর্যন্ত জখম হয়ে থাকতে পারে। গোটা ঘটনার ভিডিয়ো বৃহস্পতিবার রাতেই ভাইরাল হয়ে যায়। বিষয়টি জানতে পেরে বনদপ্তরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ততক্ষণে অবশ্য অভিযুক্ত ব্যক্তি–সহ উপস্থিত বাকিরাও ঘটনাস্থল ছেড়ে চলে গিয়েছেন।

    প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮ টার পরে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার থেকে রাজাভাতখাওয়া যাওয়ার রাস্তায়। এলাকাটি বইগ্রাম নামে পরিচিত পানিঝোড়ার কাছে।পানিঝোড়া,পাম্পুবস্তি দুটি গ্রামে গিয়ে ভিডিয়োতে উপস্থিত অভিযুক্ত সেই ব্যক্তির সন্ধানে খোঁজ খবর শুরু করে বনদপ্তর। তবে তাঁর হদিশ মেলেনি। আলিপুরদুয়ারের সর্প বিশেষজ্ঞ, প্রকৃতিপ্রেমী সংগঠন স্পোরের সদস্য অরিন্দম ঘটক বলেন, ‘ওই ব্যক্তি যেভাবে সাপটিকে ধরে টানছিলেন তাতে স্পষ্ট যে, উনি সাপ সম্পর্কে একেবারেই সচেতন নন। রীতিমতো ঘৃণ্য কাজ করেছেন। এরকম মানুষদের আইন অনুযায়ী সর্ব্বোচ্চ শাস্তি দেওয়া উচিত।’ ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, ‘সুযোগ পেলে মানুষ কতটা অমানবিক হয়ে উঠতে পারে তা ওই ভিডিয়ো ক্লিপেই স্পষ্ট। ফলে জঙ্গলের নিয়মকে আরও কড়া করতে হবে। জঙ্গল অবারিত করলে তার ফলাফল ঠিক কী হতে পারে, তা ওই দৃশ্যে বোঝা গিয়েছে।’

    বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পিজে বলেন, ‘গতকাল রাত থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত মাথায় হেলমেট পরে ছিলেন। ভিডিয়োটি বিশ্লেষণ করে নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। সকলের কাছে অনুরোধ বন্যপ্রাণীদের নিজেদের মতো থাকতে দিন।’

  • Link to this news (এই সময়)