পার্কিং নিয়ে বচসা। বচসার মাঝেই হাতাহাতির কারণে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। ঘটনা খাস কলকাতার ট্যাংরা থানা এলাকায়। মৃত ব্যক্তির নাম অরুণ গুপ্ত (৪৮)। এই ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ট্যাংরার মথুরবাবু লেনের বাসিন্দা অরুণ গুপ্ত কেরোসিন এবং গাড়ির ইঞ্জিনের তেল বিক্রি করেন। তাঁর দোকানের সামনেই দুই যুবক গাড়ি রাখতে চান। পার্কিং করা নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা বাধে।
কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বচসায় এসে যোগ দেন ওই দুই অভিযুক্ত যুবকের আরও দুই আত্মীয়। অরুণকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এর পরেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যান পরিজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় অরুণের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, মার্চ মাসে যাদবপুর থানা এলাকার বিজয়গড়ে পার্কিং নিয়ে বচসার মাঝেই এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। রাস্তার পাশে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে স্থানীয় কিছু লোকজনের সঙ্গে প্রথমে বচসা হয় ক্যাব চালক জয়ন্ত সেনের।