• রামনবমীর আগে বিরাট সম্প্রীতি মিছিলের সাক্ষী জঙ্গিপুর, একসঙ্গে চলার বার্তা জাকির হোসেনের
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রামনবমীর আগে সব ধর্মের মানুষকে নিয়ে শুক্রবার জঙ্গিপুরে অনুষ্ঠিত হল বিরাট সম্প্রীতি মিছিল। মিছিলের পর জনসভা থেকে সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দিলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। তিনি বলেন, ‘হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ আমরা সকলে একসঙ্গে থাকব। দেশকে টুকরো হতে দেব না। এটাই আমাদের শপথ। আগামী বছরের ভোটের আগে ধর্মের উস্কানি দেওয়া হচ্ছে। বাংলাকেই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে’।

    ঈদের আগেই জাকির হোসেন ঘোষণা করেছিলেন রামনবমীর আগে প্রায় কুড়ি হাজার মানুষ নিয়ে একটি সম্প্রীতি মিছিল ও সভা অনুষ্ঠিত হবে। সেই মতো শুক্রবার  সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথগঞ্জ শহরের বুকে মিছিল করেন তিনি। মিছিলের শেষে সভা থেকে ফের বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ তোলেন। বলেন, ‘মানুষ এগিয়ে না এলে ভোটের নামে একদল লোক এসে দেশ বিক্রি করে চলে যাবে। আমার লজ্জা লাগে, কেন্দ্রের বিজেপি সরকার ১০০ দিনের টাকা দেয়নি। বাংলার মানুষকে কাজ করিয়ে টাকা দেয় না। আবাসের টাকা দেয় না। আমরা লড়াই করব,হারব না। সবাই একসঙ্গে  থাকব। দেশকে ভাগ করতে দেব না। আমরা শান্তি চাই’।

    এদিন মঞ্চে জাকির হোসেন, রঘুনাথগঞ্জ-১ ব্লক সভাপতি গৌতম ঘোষ ছাড়াও ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। গৌতম ঘোষ বিজেপিকে নিশানা করে বলেন, ‘আমরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করি না। গোটা দেশে যখন ধর্মের নামে অস্ত্রের ঝনঝনানি চলছে, তখন বাংলা সব ধর্মের ঐক্য সংহতি দেখিয়েছে। রমজানে যদি রাম থাকে আর দিওয়ালিতে যদি আলি থাকে, তাহলে কেন দুই সম্প্রদায়ের মানুষ এক হয়ে থাকতে পারবে না? আমার ধর্ম আমায় বিভাজন শেখায়নি, সবাই মিলে এক হয়ে থাকতে শিখিয়েছে’।
  • Link to this news (আজকাল)