আজকাল ওয়েবডেস্ক: পাওয়া গিয়েছে জিআই তকমা। এবার দেশের গন্ডি ছাড়িয়ে মালদার আম পাড়ি দিচ্ছে জাপান, কোরিয়ার মতো দেশে। আমের জন্য বিখ্যাত এই জেলার তিন প্রজাতির আম লক্ষণভোগ, হিমসাগর এবং ফজলি রওনা দেবে বিদেশের উদ্দেশ্যে। জানা গিয়েছে, চলতি বছরে ৫০০ থেকে ১০০০ টন আম জাপান ও কোরিয়ায় রপ্তানি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
জেলার আম ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, জাপান এবং কোরিয়ায় পাঠানোর আগে মালদার আম উত্তরপ্রদেশে পাঠানো হবে। সেখানে বিশেষ একটি যন্ত্রে পরীক্ষা এবং পরীক্ষায় ছাড়পত্র পেলেই কন্টেনার ভর্তি করে সেই আম পাঠানো হবে ওই দুই দেশে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মালদা শহরের রথবাড়ি এলাকায় আম চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে যোগ দিয়েছিলেন রাজ্য উদ্যান পালন দপ্তরের আধিকারিক-সহ কেন্দ্রীয় সংস্থার কর্মকর্তারা। ছিলেন মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন-এর কর্তারাও। ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক ও অন্যান্য সরকারি আধিকারিকরা। এই শিবিরে গুনগত মান বজায় রাখার পাশাপাশি কীভাবে রাজ্য সরকারের তরফে আম চাষী ও ব্যবসায়ীদের সহায়তা করা হচ্ছে সেই বিষয়টিও তুলে ধরা হয়।