• একই ছাদের তলায় বাসন্তী এবং অন্নপূর্ণা পুজো, বিশেষ মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকল কৃষ্ণনগর রাজবাড়ি...
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কৃষ্ণনগর রাজবাড়িতে মহা সমারোহে শুরু হল বাসন্তী পুজো। অষ্টমী তিথি উপলক্ষে বিশেষ মাহেন্দ্রক্ষণে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো একই সঙ্গে অনুষ্ঠিত হল রাজবাড়িতে। 

    রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই পুজো মাঝে কিছুদিন বন্ধ থাকলেও বর্তমান রাজমাতা অমৃতা রায় এবং তাঁর স্বামীর তৎপরতায় আবারও শুরু হয়েছে। শনিবার বাসন্তী পুজো উপলক্ষে রাজবাড়ির চত্বরে সকাল থেকেই থিকথিক করছে সাধারণ মানুষের ভিড়। একদিকে বহু মানুষ এসেছেন পুজো দিতে। অন্যদিকে, দূরদুরান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ এসেছেন রাজবাড়ি দেখার পাশাপাশি পুজো দেখতে।

    তিথি অনুযায়ী, এদিন একই সময়ে রাজবাড়ির পৃথক দুটি আসনে সকাল থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়। এক দিকে চলে বাসন্তী পুজো এবং অন্যদিকে অন্নপূর্ণা পুজো। নিয়ম মেনে পুজোতে অঞ্জলি দেন রাজমাতা অমৃতা রায়। পূর্বপুরুষের প্রথা অনুযায়ী রাজবাড়িতে আজও নিয়ম মেনে দেবীর অকালবোধন হয়। 

    তবে রাজবাড়ির ঠাকুরের মূর্তিতে রয়েছে পৌরাণিক রূপ। বর্তমান রাজমাতা অমৃতা রায় জানান, ‘উনি তো মহামায়া বলি তো হবেই। তবে সেটা পশু বলি নয়, আমাদের এখানে আখ বলি, কুমড়ো বলি হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে’।
  • Link to this news (আজকাল)