রাম নবমী নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন ইমামরা, জানালেন ওয়াকফ নিয়ে কঠোর মনোভাব...
আজকাল | ০৬ এপ্রিল ২০২৫
মিল্টন সেন, হুগলি: রাম নবমীর শোভাযাত্রা নিয়ে মৈত্রীর বার্তা দিলেন রিষড়া বিচলি মসজিদ এর ইমাম আলি রাজা। পাশাপাশি জানালেন ওয়াকফ ইস্যুতে তাঁদের কঠোর মনোভাবের কথা। শনিবার চুঁচুড়ায় প্রেস ক্লাব অফ হুগলির সভাঘরে উপস্থিত হন জেলার বিভিন্ন মসজিদের ইমাম। ত্রিবেণী গাজি দরগা, বাঁশবেড়িয়া জিন্নাতি মসজিদ, সপ্তগ্রাম নামাজগড় মসজিদ, বোরোপারা সুফিয়া মসজিদ, খাগড়াজোল মসজিদ, চাঁপদানী অ্যাঙ্গাস মসজিদ ও রিষড়া বিচলি মসজিদের ইমামরা। এদিন রিষড়া বিচলি মসজিদের ইমাম আলি রাজা জানিয়েছেন, রাম নবমীর মিছিল নিয়ে তাঁদের আপত্তির কোনও অবকাশ নেই। কারণ, সম্প্রীতির এই দেশ সকলের। এখানে নানা ধর্ম বর্ণের সকলের সহাবস্থান। সকলেই সমান। বিগত দিনে যা হয়েছে সেটা একটা চক্রান্ত ছিল। দীর্ঘ দিন ধরেই বাংলার উপর বিজেপির নজর। ওরা চক্রান্ত করে ধর্মীয় বিভাজনের রাস্তায় হাঁটছে। লক্ষ্য দুই পক্ষের মধ্যে গন্ডগোল পাকিয়ে উদ্দেশ্য সফল করা। সম্প্রীতির এই বাংলায় সেটা কোনওভাবেই সম্ভব হবে না। কারম, অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা হবে না। এখানে সাম্প্রদায়িক হানাহানি নেই। এখানে বসবাসকারী সকলেই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেয়। যা চলে গেছে, তা হয়ে গেছে। আলি রাজা বলেন, ‘আমি মুসলমান ভাইদের বলব, উৎসব আমাদেরও হোক। তাদেরও হোক। হিন্দুদের বলব, আপনারাও মিলেমিশে উৎসব পালন করুন।’ মহরমে অস্ত্র থাকে তাই রামনবমীতে থাকবে, বিজেপির এই দাবি প্রসঙ্গে আলি রাজা বলেন, মহরমে অস্ত্র নতুন বিষয় নয়। বহু বছর ধরে চলে আসছে। যেটা প্রাচীন কাল থেকে চলে আসছে সেটা নিয়ে বলার কিছু নেই। নতুন কিছু হলে সেটা দেখা প্রশাসনের কাজ।
পাশাপাশি পরিষ্কার জানিয়ে দিলেন, ওয়াকফ বিলের বিরুদ্ধে আইনি লড়াই হবে। রাস্তায় নেমেও প্রতিবাদ চলবে। এদিন প্রেস ক্লাব অফ হুগলির সভাঘরে সমবেত ইমামরা জানিয়ে দিয়েছেন, সংসদের দুই কক্ষে পাস হওয়া ওয়াকফ বিল তাঁরা মানছেন না। সরকারের কাছে তাঁদের আবেদন অবিলম্বে বিল বাতিল করা হোক। লড়াইয়ের জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি রাস্তায় নেমেও প্রতিবাদে সামিল হবেন। যারা ওয়াকফ সম্পত্তি ভোগ দখল করে রেখেছে তাদের বিরুদ্ধেও লড়াই চলবে। কিন্তু ওয়াকফ সম্পত্তি কয়েকশো বছর ধরে রয়েছে। এটা দানের সম্পত্তি। যা মুসলিম সমাজের নিজস্ব। সেখানে কোনও ভাবেই সরকার হস্তক্ষেপ করতে পারে না। যারা ওয়াকফ সম্পত্তির দখল নিতে চাইছে, তাদের সঙ্গে মুসলিম সম্প্রদায় থাকবে না। যারা তাঁদের এই আন্দোলনে সঙ্গে থাকবেন, তাঁরাও তাঁদের সঙ্গে থাকবেন, জানিয়ে দিয়েছেন ইমামরা। আরও জানিয়েছেন, দেশের ঐক্য সার্বভৌমত্ব রক্ষার কথা ভেবে বাবরি মসজিদ মামলার সময় তারা চুপ করে ছিলেন। কিন্তু ওয়াকফ ইস্যুতে সেটা হবে না।