হাওড়ায় থার্মোকলের কারখানায় দাউদাউ আগুন, ঝলসে মৃত্যু এক শ্রমিকের...
আজকাল | ০৬ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার এক থার্মোকলের কারখানায়। ঝলসে মৃত্যু হল এক শ্রমিকের। আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার করা হয়েছে তাঁর দেহ। পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকের নাম, আকাশ হাজরা।
জানা গেছে, শনিবার দুপুর তিনটে নাগাদ অগ্নিকাণ্ডটি ঘটেছে আলমপুর মোড়ে আন্দুল রোডের পাশে থার্মোকলের কারখানায়। সেখানে থার্মোকলের থালা, বাটি তৈরি হয়। কারখানায় একাধিক শ্রমিক হাজির ছিলেন সে সময়। কারশেডে কাজ করছিলেন দু'জন শ্রমিক। দাউদাউ আগুন দেখেই একজন পালিয়ে যান। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায়, আরেকজন পালাতে পারেননি।
স্থানীয়দের থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। তড়িঘড়ি পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। প্রায় দু'ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর ওই শ্রমিকের দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শর্ট সার্কিট থেকে না অন্য কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। কারখানায় বিপুল পরিমাণ দাহ্য বস্তু মজুত ছিল বলেও অনুমান দমকলকর্মীদের। কীভাবে আগুন লাগল, কীভাবে তা ভয়াবহ আকার ধারণ করল, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।