মাথার উপর দিয়ে চলে গেল বেপরোয়া বাস, ওয়েবেল মোড়ে মৃত্যু ২৫ বছরের তথ্যপ্রযুক্তি কর্মী তরুণীর...
আজকাল | ০৬ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর দুর্ঘটনা সল্টলেকে। বেপরোয়া বাসের চাকায় পিষে মৃত্যু হল ২৫ বছরের তথ্যপ্রযুক্তি কর্মী এক তরুণীর। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেকের সেক্টর ফাইভে ওয়েবেল মোড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টা নাগাদ বারাসত-সাঁতরাগাছি রুটের বেপরোয়া বাসটি বারাসতের দিকে যাচ্ছিল। রাস্তার একপাশ দিয়েই হাঁটছিলেন তরুণী। হঠাৎ তাঁকে পিছন থেকে ধাক্কা মারে দ্রত গতির বাসটি। রাস্তার উপরে ছিটকে পড়েন তরুণী। তাঁর মাথার উপর দিয়ে চলে যায় বাসের চাকা।
রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে দ্রুত বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যু হয় আইটি কর্মী তরুণীর। পুলিশ জানিয়েছে, তরুণী ধাপা মাঠপুকুরের বাসিন্দা ছিলেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে পরিবারে।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নব দিগন্ত ট্রাফিক গার্ড এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। দুর্ঘটনার পরেই বাস ও বাস চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।