মেয়ের মৃত্যুর পর বাসন্তীপুজো মায়ের, ট্রাস্টকে ১৭ কোটির সম্পত্তি দান
আজ তক | ০৬ এপ্রিল ২০২৫
এক মায়ের স্মৃতি আঁকড়ে ধরে রাখার গল্প। মেয়ের মৃত্যু যন্ত্রণাকে উপেক্ষা করে দশভূজার আবাহন করলেন এক মা। দশভূজার আবাহনের মধ্যে দিয়ে নিজের সন্তানকে খুঁজে নেন মা। এই পুজোয় মানুষের সমাগমের মধ্যে দিয়ে নিজের মেয়ের আত্মার শান্তি কামনা করেন মা। পুজোয় আসা প্রত্যক মহিলাকেই নিজের মেয়ে মনে করেন সন্তানহারা মা।
বোলপুরের কাচ্ছারিপট্টির বাসিন্দা শীলা মণ্ডল। মেয়ে ১০ বছর বয়স থেকে ব্রেন ক্যানসারে আক্রান্ত। ৩৮ বছর বয়সে মেয়ে মারাও যান। কিন্তু জীবনের ২৮ বছর কখনও শয্যাশায়ী তো কখনও চিকিৎসাধীন অবস্থায় থেকে গিয়েছে শীলা মণ্ডলের প্রয়াত মেয়ে শুভ্রা মণ্ডল। জীবনে না পড়াশোনা, না প্রেম, না সংসার কোনওটাই উপভোগ করতে পারেননি। পারেননি কোনও উৎসবে শামিল হতেও।
বরং জীবনের ২৮-টা বছর বেরঙিন ভাবে কেটে গিয়েছে। শেষমেষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শুভ্রা। মায়ের কোল খালি করে চলে যান একমাত্র কন্যা সন্তান। তবে মেয়ের মৃত্যুতে একটুও ভেঙে পড়েননি শিলা। বরং ১৭ কোটি টাকার সম্পত্তি ট্রাস্টকে দিয়ে দিয়েছেন শুভ্রার মা। সেই জমিতে তৈরি হচ্ছে শিবমন্দির, হবে স্কুল। আর সেই জমিতে দশভূজাকে পুজো করেছেন তিনি। আগত ভক্তরা মা দশভূজার মধ্যে তারাদের দেশে চলে যাওয়া মেয়েকে খোঁজেন।