• রেলের বাংলো দখল করে রয়েছেন দিলীপ ঘোষ! RTI এর নথি হাতে চাঞ্চল্যকর দাবি তৃণমূল নেতার
    ২৪ ঘন্টা | ০৬ এপ্রিল ২০২৫
  • ই গোপী: দিলীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমুলের সহ-সভাপতি। তাঁর দাবি, অবৈধ ভাবে রেলের জায়গায় তৈরি বাড়ি দখল করে রয়েছেন দিলীপ ঘোষ। এমনটাই অভিযোগ, জেলার সহ সভাপতি দেবাশিস চৌধুরীর।

    উল্লেখ্য, ২০১৯ সালে সাংসদ হওয়ার আগে থেকে রেলশহর খড়্গপুরের ২৬ নং ওয়ার্ডে রেলের একটি বাংলোতে থাকতে শুরু করেন দিলীপ ঘোষ। তারপর সাংসদও হন মেদিনীপুরে। তবে ২০২৪-এ দল তাকে মেদিনীপুরের প্রার্থী করেনি। কিন্তু কোনও রাজনৈতিক কর্মসূচিতে খড়্গপুর -মেদিনীপুরে এলে দিলীপবাবু থাকেন রেলের ওই বাংলোতে। আর এবার সেই বাংলো দখল নিয়ে অভিযোগ তৃণমুলের।

    তৃণমুলের জেলার সহ সভাপতি দেবাশিস চৌধুরী বলেন তারা রেলের কাছে RTI করে জানতে চেয়েছিলেন ওই বাংলো আদৌ কার নামে আছে।  RTI এর উত্তরে জানা যায় ওই বাংলো কারও নামেই নথিভুক্ত নেই। তবে কেন দিলীপ ঘোষ ওই বাংলো দখল করে আছেন, প্রশ্ন তোলেন তৃণমুল নেতা। পাশাপাশি তিনি আরও বলেন, দিলীপের বাংলো থেকে অদূরে আছে RPF এর ট্রেনিং সেন্টার থেকে শুরু করে রেলের গুরুত্বপূর্ণ জায়গা। দিলীপ ঘোষ ওই এলাকায় থাকার ফলে অনেক দুষ্কৃতী ওই জায়গায় যান। এতে রেলের অনেক তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে।

    তৃণমূল নেতার আরও অভিযোগ, রেল আউটডোরে অনেক গরিব মানুষের বাড়ি রেল উচ্ছেদ করতে চলে যায়। এখন কেন রেল নিশচুপ। যদি রেল পদক্ষেপ না নেয় তাহলে আগামিদিনে রাজনৈতিক ভাবে তৃণমূল পথে নামবে।

    এদিকে, পাল্টা বলেছেন দিলীপও। বিজেপি নেতার দাবি, তৃণমূলের নেতারা খড়্গপুরকে কব্জা করে রেখেছে। রেলের জায়গা দখল করে বাড়ি ঘর বানিয়ে ব্যবসা করছে। সেটা অবৈধ। দম থাকলে ছেড়ে দিন। দিলীপ ঘোষ কারও কোনও জিনিস দখল করে রাখেনি। ওঁরা রেখেছেন। ছেড়ে দিন,  না হলে বুলডোজার চলবে । পাশাপাশি কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা দিলীপ বলেন, যারা পশ্চিমবাংলা কব্জা করে রেখেছে তারা দিলীপ ঘোষের দিকে আঙুল তোলে কীভাবে? আরজিকর হয়েছে রামের ইচ্ছায়, চাকরি গেছে রামের ইচ্ছায়, ২০২৬ এ সরকারও যাবে রামের ইচ্ছায়।

  • Link to this news (২৪ ঘন্টা)