সল্টলেক সেক্টর ফাইভে বাসের ধাক্কায় মৃত্যু তরুণীর, মাথার উপর দিয়ে চলে গেল চাকা!
আনন্দবাজার | ০৫ এপ্রিল ২০২৫
সল্টলেকের সেক্টর ফাইভে বাসের ধাক্কায় মৃত্যু হল এক তরুণীর। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। মৃতের নাম রজনী মাহাতো। বয়স ৩০ বছরের আশপাশে। সল্টলেকে ওয়েবেল মোড়ের কাছে বারাসতগামী একটি বাস ধাক্কা মারে তরুণীকে। পুলিশ সূত্রে খবর, তরুণীকে পিষে দিয়েছে বাসটি। তাঁর মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী চাকরিজীবী ছিলেন।
শনিবার সকালে ওই তরুণী রাস্তার ধার দিয়ে যাওয়ার সময়ে বারাসতগামী একটি বাস পিছন থেকে ধাক্কা মারে তাঁকে। তরুণী রাস্তায় পড়ে গেলে তাঁর মাথার উপর দিয়ে চলে যায় চাকা। তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার সময়ে বাসটির গতি কত ছিল, কোনও রেষারেষির ঘটনা ঘটেছিল কি না, সম্ভাব্য সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পরে মৃতের পরিবারের লোকদেরও খবর দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পরে শনিবার সাময়িক ভাবে যানজট তৈরি হয় সেক্টর ফাইভে ওয়েবল মোড়ের কাছে রাস্তায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গত বছরের নভেম্বরে সল্টলেকে দু’টি বাসের রেষারেষিতে এক স্কুলপড়ুয়ার মৃত্যু হয়েছিল। মায়ের সঙ্গে স্কুটিতে চেপে ফিরছিল ওই পড়ুয়া। ওই সময়ে দু’টি বাসের রেষারেষি চলছিল এবং একটি বাস স্কুটিতে ধাক্কা মারে।