• সোমবার ‘কালীঘাট চলো’, ডাক বিজেপির যুব মোর্চার, ২১শে নবান্ন অভিযানে মঞ্চ
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৫
  • এই সময়: চাকরিহারাদের সঙ্গে দেখা করতে আগামী সোমবার নেতাজি ইন্ডোরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই ‘কালীঘাট চলো’র ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। ওইদিন দুপুরে এক্সাইড মোড় থেকে মিছিল করে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেবেন বিক্ষোভকারীরা। এরই পাশাপাশি রাজ্য সরকারকে ডেডলাইন দিয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া হলো বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের পক্ষ থেকে। আগামী ২১ এপ্রিল ওই অভিযান হবে বলে শনিবার জানানো হয়েছে।

    সূত্রের খবর, রাজ্য বিজেপির শীর্ষ নেতাদেরও অনেকে সোমবারের কর্মসূচিতে সামিল হতে পারেন।

    কারণ, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার দুপুরেই বলেছিলেন, ‘৭ তারিখ মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে মিটিং করবেন। ওইদিন আমরাও পথে নামব দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে।’ সংগঠনের রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, ‘তৃণমূলের চাকরি চুরির মাসুল গুনতে হচ্ছে পশ্চিমবঙ্গের যুব সমাজকে। নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আমরা সোমবার দুপুরে কালীঘাট চলোর ডাক দিয়েছি।’ জবাবে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘যে পার্টিটা দ্রুত গতিতে শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে, বিধায়করা একে একে দল ছাড়ছেন, সেই পার্টির এ সব হাওয়া–গরম করা কর্মসূচির কো‍নও অর্থ নেই।’

    এ দিন শুভেন্দু অধিকারী চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বলেন, ‘সু্প্রিম কোর্টের রায়ে কোথাও চাকরিহারাদের এখনই স্কুলে যাওয়ার বারণ নেই। এমনকী, এই মুহূর্তে তাঁদের বেতন বন্ধ হওয়ার কথা অর্ডারে কোথাও নেই। আমি যোগ্যদের বলছি, দুশ্চিন্তা করবেন না। বিজেপি আপনাদের সঙ্গে আছে।’

    এদিকে, ১৫ এপ্রিলের মধ্যে বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চগুলির প্রতিনিধিদের সঙ্গে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে বৈঠক করে লিখিত সমাধানের অর্ডার না দিলে নবান্ন অভিযান করা হবে বলে এ দিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)