• পরিচিত ব্যক্তির গলার স্বর নকল করে প্রতারণা, মাথায় হাত বারাসতের বাসিন্দার
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৫
  • নিত্যনতুন কায়দায় প্রতারণার শিকার হচ্ছেন নাগরিকরা। ‘ডিজিটাল অ্যারেস্ট’ হওয়ার একগুচ্ছ উদাহরণ রয়েছে আমাদের রাজ্যে। এর মধ্যেই নয়া কায়দায় প্রতারণার শিকার হলেন বারাসতের বাসিন্দা রাধেশ্যাম কর্মকার। নিজের অ্যাকাউন্ট থেকেই খোয়ালেন ৩৫ হাজার টাকা।

    ওই ব্যক্তির অভিযোগ, গত ৩ এপ্রিল তাঁর মোবাইলে একটি মেসেজ আসে। যাতে লেখা ছিল, তাঁর অ্যাকাউন্টে মোট ৩৫ হাজার টাকা জমা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যেই পরিচিত এক ব্যক্তির গলা নকল করে একটি ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেন, দুর্ঘটনার জন্য জরুরি ভিত্তিতে তাঁর টাকার প্রয়োজন। রাধেশ্যাম কর্মকারের অ্যাকাউন্টে ঢোকা ওই ৪৫ হাজার টাকা থেকে প্রথমে কুড়ি হাজার এবং পরবর্তীতে আরও ১৫ হাজার টাকা নির্দিষ্ট একটি নম্বরে পাঠাতে বলা হয়।

    সচরাচর যে ভাবে জরুরি অবস্থায় মানুষ প্রতিক্রিয়া দেখান, তেমনটাই করেন রাধেশ্যাম। মোবাইলে ৩৫ হাজার টাকা ঢোকার মেসেজ দেখে আশ্বস্ত হয়ে ওই ব্যক্তির বলে দেওয়া নম্বরে টাকা পাঠাতে শুরু করেন। প্রথমে ২০ হাজার এবং পরে আরও ১৫ হাজার মিলিয়ে মোট ৩৫ হাজার টাকা পাঠিয়ে দেন নির্দিষ্ট নম্বরে। 

    কিছুক্ষণ পরেই সন্দেহ হয় তাঁর। সঙ্গে সঙ্গে তিনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর ব্যালেন্স দেখতে গিয়েই লক্ষ্য করেন, মেসেজ আসলেও তাঁর অ্যাকাউন্টে আদৌ কোনওরকম টাকা আসেনি। উল্টে তাঁর জমানো টাকা থেকেই ৩৫ হাজার টাকা চলে গিয়েছে। এর পরেই প্রতারণার ফাঁদে পড়েছেন বুঝতে পেরে বারাসত থানার দ্বারস্থ হন। 

    বারাসত পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, একটি ব্যক্তির প্রতারণার অভিযোগ এসেছে। কোন নম্বর থেকে ফোন এসেছিল সেটা খতিয়ে দেওখা হচ্ছে। ঘটনার তদন্তের জন্য সাইবার সেলের সহায়তাও নেওয়া হচ্ছে। রাধেশ্যাম বলেন, ‘এ ভাবে একজনের উপকার করতে গিয়ে যে প্রতারণার শিকার হব বুঝতে পারিনি। পুলিশের ভরসায় রয়েছি।’

  • Link to this news (এই সময়)