'পার্থ টাকা তুলছে দল জানত! আমি তখন জেলে বসে…'কুণালের পুরনো কথা তুললেন তরুণজ্যোতি
হিন্দুস্তান টাইমস | ০৬ এপ্রিল ২০২৫
এসএসসি নিয়োগে ভয়াবহ দুর্নীতি। চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার জনের। এরপর তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন এত তাড়াহুড়ো কেন করল সুপ্রিম কোর্ট?
তবে শুধু কুণাল ঘোষ নন, তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা একেবারে সদলবলে নেমে পড়েছেন। অপর তৃণমূল নেতা সুদীপ রাহা প্রশ্ন তুলেছেন, কেন বাংলাকে বার বার ভুগতে হবে? নিট ইউজিতে পেপার লিক হয়েছিল ২৪ লাখ পরীক্ষার্থীর ব্যাপার ছিল, বিজেপির অপশাসনের জেরে, তখন সর্বোচ্চ আদালত নিট বাতিল করেনি।
তবে এবার তার সব উত্তর দিয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তবে তিনি শুধু কুণাল ঘোষের পুরানো একটা সাক্ষাৎকারকে সামনে এনেছেন।
সেখানে এবিপি আনন্দে কুণাল ঘোষ একান্ত সাক্ষাৎকারে যা জানিয়েছিলেন সেটাই পোস্ট করেছিলেন তরুণজ্যোতি। তিনি লিখেছেন, 'ভাই কিছু প্রশ্ন করেছ এবং সেই প্রশ্নগুলো করার আগে আইন সম্পর্কে তোমাকে জানার জ্ঞান দেব না কারণ তুমি ওটার চেষ্টা করবে না।।
তুমি আপাতত তোমাদের দলের সাধারণ সম্পাদক কি বলেছিল সেটাই শোনো…'
এরপর তিনি সেই সাক্ষাৎকারের অংশ পোস্ট করেছেন। সেখানে কুণাল বলছেন,
‘পার্থ চট্টোপাধ্য়ায় যে গন্ডগোলটাতে যুক্ত সেটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। পার্থ চট্টোপাধ্য়ায় তিনি বা তাঁর নাম করে কেউ কেউ টাকা তুলছে এটা তার অনেক আগে থেকে দলের কাছে খবর ছিল। ২০২১য়ে ভোটের আগে থেকে খবর ছিল। সেকারণে মূলত পার্থ চট্টোপাধ্য়ায়কে শিক্ষা দফতরে দেওয়া হয়নি। সেকারণে তিনি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু এই ঘটনাগুলো দল কেন বাড়তে দিল? নামটা বলব না আমি তখন জেলে। প্রেসিডেন্সি জেলে বসে আছি। এক অফিসার আর একজনকে… নিয়ে এলেন, শিক্ষকের চাকরি হচ্ছে। কুণাল বাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা সাড়ে সাত লাখ টাকা চেয়েছে। আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন, বাকিটা যদি মকুব করে দেন। ঘুষের যদি ডিসকাউন্ট হয়। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন। তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তিনি মন্ত্রিসভার সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছেন। বাকিরা ভয়ঙ্কর একটা কষ্টের মধ্য়ে পড়েছে। বিরোধীরা জট পাকিয়েছে। সব ঠিক আছে। কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লন্ডভণ্ডটা হয়েছে তা প্রশাসনের মধ্য়ে থাকুক বা এসএসএসি হোক বা এসএসসির অভিভাবক হোন, যদি একটু সদিচ্ছা দেখিয়ে ছেলে মেয়েগুলোর সঙ্গে বসতেন তবে এই প্রবলেম সলভ হয়ে যেত। ২০২১ সালের আগে দলের কাছে স্পষ্ট খবর ছিল পার্থ চট্টোপাধ্য়ায় বিপুল টাকা তুলছেন কোন কোন লোকের কাছ থেকে তুলছেন কোন জেলা থেকে তুলছেন এই খবর পর্যন্ত ছিল। প্রশাসনিক ব্যবস্থা হয়নি বা অন্য ব্যবস্থা হয়নি।’