• রামনবমীর আয়োজকদের ১ লক্ষ টাকার জামানতে সই করতে নোটিশ পুলিশের, অভিযোগ শুভেন্দুর
    হিন্দুস্তান টাইমস | ০৬ এপ্রিল ২০২৫
  • উত্তর দিনাজপুরে রামনবমীর আয়োজকদের ১ লক্ষ টাকার জামানত দিতে বলে নোটিশ পাঠিয়েছে জেলা প্রশাসন। এমনমই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় সেই নোটিশ পোস্ট করে পুলিশ - প্রশাসনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন তিনি।

    একটি অর্ডার শিটের ছবি পোস্ট করে শুভেন্দুবাবু লিখেছেন, ‘যে ব্যক্তির বিরুদ্ধে এই অর্ডার, তিনি ওনার সংশ্লিষ্ট এলাকার শ্রী রাম নবমী উৎসবের দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। পুলিশ তাদের রিপোর্টে ওনাকে একজন কুখ্যাত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে যিনি নাকি এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার কাজে যুক্ত থাকেন।ইসলামপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশ রিপোর্ট পর্যালোচনা করে উক্ত ব্যক্তিকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন যে কেন তাকে ১,০০,০০০ টাকার বন্ড সহ এক সম মূল্যের জামানত সম্পাদন করতে হবে না।’

    শুভেন্দুবাবু জানিয়েছেন, ‘এই একই ধরণের অর্ডার পুলিশ প্রায় চল্লিশ জনের বিরুদ্ধে করিয়েছে, ভুয়ো রিপোর্টে দাবি করে যে উক্ত ব্যক্তিদের আচরণের কারণে নাকি আগামী উৎসবের দিনগুলো তে, বিশেষত রাম নবমী উদযাপনের সময় আইন-শৃঙ্খলার সমস্যা এবং এলাকার শান্তিভঙ্গ হতে পারে। পুলিশ ইচ্ছাকৃতভাবে ত্রুটিপূর্ণ এবং অযৌক্তিক রিপোর্ট জমা দিয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে ভুল বুঝিয়ে এই ধরণের অর্ডার জারি করানো যায়, যাতে রাম নবমী উৎসবের সঙ্গে যুক্ত সংগঠকদের হয়রানি হয় এবং অসুবিধার সম্মুখীন হতে হয়।’

    পুলিশকে কাঠগড়ায় তুলে শুভেন্দুবাবুর দাবি, ‘মমতা পুলিশ ইচ্ছাকৃতভাবে রাম নবমী উৎসবকে ব্যাহত করার চক্রান্ত করছে এবং উৎসবের আয়োজনের সঙ্গে জড়িত হিন্দু সংগঠকদের বেছে বেছে হয়রান করছে কিন্তু আসল দুর্বৃত্তদের খোলা ছেড়ে রেখেছে, যারা আগামীকাল আইন-শৃঙ্খলার সমস্যা সৃষ্টি করতে পারে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)