সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: দেড় মাস ধরে ট্যাপ কলে জল আসছে না। গ্রীষ্মের শুরুতেই হাহাকার শতাধিক পরিবারে। পিএইচই দপ্তরের কর্মকর্তাদের বলেও হয়নি সমাধান। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামের বাসিন্দারা বাধ্য হয়ে অগভীর নলকূপের জল পান করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি বাড়ি ট্যাপ কল বসানোর পর ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের বৈরাট জল সরবরাহ প্রকল্প থেকে প্রায আট মাস জল পাচ্ছিলেন এলাকার মানুষ। কিন্তু দেড় মাস ট্যাপ কলে জল আসছে না। কেন জল সরবরাহ বন্ধ করে দেওয়া হল জানে না গ্রামের শতাধিক পরিবার। অর্ধেক পরিবারে ট্যাপ কল বসানো হলেও বাকিগুলিতে হয়নি।
স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, ট্যাপ কলে জল আসছে না। অন্যের নলকূপ থেকে জল আনতে হচ্ছে। কখনও বাইরে থেকে জল কিনে আনতে হয়। খুব সমস্যা হচ্ছে আমাদের। পিএইচই’র পাম্প চালককে একাধিকবার অভিযোগ করলেও কেউ গুরুত্ব দিচ্ছেন না।
পাম্প চালক মার্জিনা পারভিনের কথায়, প্রকল্পটি তৈরি হওয়ার দেড় বছর হল। দু’জন পাম্প চালক নিয়োগ করা হয়েছে। তবে, ভাল্ব অপারেটর নিয়োগ হয়নি। শিমুলতলায় তিনটি ভাল্ব রয়েছে। সেখান থেকে কোলহা, খোকড়া ও নাজিরপুরে জল যায়। এতদিন কোলহা ও খোকড়ায় ভাল্ব বন্ধ ছিল। সেখানে খুলে দেওয়ার পর থেকে নাজিরপুরেও জল যাচ্ছে না। কোনও একদিকে বন্ধ রাখলে তবেই নাজিরপুর গ্রামে জল যাবে। সেই কাজটি ভাল্ব অপারেটর করে থাকেন।
পিএইচই’র চাঁচল মহকুমার সহকারী ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ বলেন, দ্রুত ভাল্ব অপারেটর নিয়োগ করে সমস্যার সমাধান করা হবে। নিজস্ব চিত্র