• শহরজুড়ে রামনবমীর মিছিল, কোন কোন পথ এড়িয়ে চলবেন?
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৫
  • রামনবমী উপলক্ষে শহর জুড়ে একাধিক মিছিল। যার প্রভাব পড়তে পারে যান চলাচলে। রবিবার, ছুটির দিন হওয়ায় স্কুল-কলেজ, অফিস বন্ধ। তবুও প্রয়োজনে গন্তব্যস্থলে পৌঁছতে হাত বেশ কিছুটা সময় নিয়েই বেরনো উচিত এ দিন। কোন কোন রাস্তা এড়িয়ে চললে যানজটে পড়তে হবে না? জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

    শহরের একাধিক প্রান্তে রয়েছে রামনবমীর শোভাযাত্রা। ফলে যান চলাচলে আংশিক বিধিনিষেধ জারি করা হয়েছে। কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকায় ১২ ঘণ্টা পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ দিন বেলা ১২টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলবে না কলকাতায়। তবে সেই নিষেধাজ্ঞায় পড়বে না এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজ়েন, আনাজ, ফল, দুধ, মাছ এবং ওষুধ বহনকারী গাড়ি।

    কোন কোন পথে এগোবে রামবনমীর মিছিল?

    ১) বেলা ১২.৩০ মিনিটে বাচ্চু চ্যাটার্জি স্ট্রিট থেকে একটি মিছিল শুরু হবে। তার পর সেটি বিধান সরণি, কেসি সেন স্ট্রিট, বলাই সিংহি লেন, কৈলাস বোস স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, মানিকতলা চালতা বাগান, বিবেকানন্দ রোড, ডাফ স্ট্রিট, গোয়াবাগান হয়ে শেষ হবে সাহিত্য পরিষদ স্ট্রিটে।

    ২) দুপুর ১.৩০ মিনিট একটি মিছিল শুরু হবে ক্যানাড রোড থেকে। এর পর সেটি হ্যাস্টিংস ক্যানাল রোড, কবিতীর্থ সরণি, হেম চন্দ্র স্ট্রিট, কার্ল মার্কস সরণি, বাবু বাজার, ভূকৈলাস রোড, ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর ক্রসিং, খিদিরপুর ব্রিজ, হ্যাস্টিংস বাস স্ট্যান্ড, হসপিটাল লেন, খালাসি টলা রোড হয়ে শেষ হবে বেকারি রোডে।

    ৩) কাশিপুর রোড থেকে একটি মিছিল বের হবে দুপুর ২.৩০ মিনিটে। যা কেএন দত্ত রোড, বিটি রোড, কেসি রোড হয়ে শেষ হবে চিড়িয়ামোড়ে।

    ৪) বাগবাজার স্ট্রিট থেকে একটি মিছিল বের হবে দুপুর ২.৩০ মিনিটে। তার পর সেটি বাগবাজার বাটা হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ভূপেন বোস অ্যাভিনিউ, শ্যামপুকুর স্ট্রিট, এভি স্কুল, জেএম অ্যাভিনিউ, বিডন স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, শোভাবাজার ক্রসিং, অরবিন্দ সরণি, রবীন্দ্র সরণি দিয়ে শেষ হবে বিকে পাল ক্রসিংয়ে।

    ৫) দুপুর ২.৩০ মিনিট আর একটি মিছিল বের হবে কাশিপুর রোড থেকে। তার পর সিঁথি মোড়, বিটি রোড, চিড়িয়ামোড় হয়ে মিছিল শেষ হবে কেসি রোডে।

    ৬) দুপুর ২.৩০ মিনিটে অন্য একটি মিছিল বের হবে কবরডাঙা ময়দান থেকে। সেটি বন্ডেল ব্রিজ, পিকনিক গার্ডেন রোড, কুষ্টিয়া মোড়, বড়তলা ক্রসিং, চৌবাগা, পঞ্চান্নগ্রাম, বিধাননগর রোড, নস্করহাট বাজার, কসবা থানার সামনে দিয়ে বোস পুকুর ক্রসিং হয়ে নবপল্লীতে শেষ হবে।

    ৭) দুপুর ৩টের সময়ে একটি মিছিল বের হবে রামলিলা ময়দান থেকে। সেটি তার পর সিআইটি রোড, পিলিপস মোড়, চরক তলা মন্দির হয়ে শেষ হবে চম্পামনি হাসপাতাল রোডে।

    ৮) বিকেল ৪টের সময়ে একটি মিছিল তিলজলা রোড থেকে শুরু হবে। তারলপর সেটি বন্ডেল ফ্লাইওভার, বন্ডেল রোড শীতলা মন্দির, রিপোজ় নার্সিং হোম, ব্রড স্ট্রিট, বালিগঞ্জ প্লেস, কর্নফিল্ড রোড, একডালিয়া রোড হয়ে ম্যান্ডেভিলা গার্ডেনে শেষ হবে।

    ৯) ৪.৩০ মিনিটে মিছিল শুরু হবে এমজি রোড থেকে। সেটি নেতাজি সুভাষ রোড, রবীন্দ্র সরণি, মুক্তারাম বাবু স্ট্রিট, সিআর অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড হয়ে কলাকার স্ট্রিটে শেষ হবে।

    ১০) রাত ৮টা তেও রয়েছে মিছিল। সেটি শুরু হবে আলিপুর রোড থেকে। পিতাম্বর ঘটক লেন, চেতলা হাট রোড, রাজা সন্তোষ রোড হয়ে শেষ হবে দুর্গাপুর লেনে।

  • Link to this news (এই সময়)