সপ্তাহের শুরুতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। রামনবমীর দিনে দক্ষিণবঙ্গের ৪ জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এই জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ। সকালের দিকে ভ্যাপসা গরম থাকলেও বিকেলেই এই জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস।
চৈত্র মাসের শুরুতেই বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসে। গরমে নাজেহাল হতে হয়েছিল সাধারণ মানুষকে। মাসের শেষে কী পরিস্থিতি হবে? তা নিয়ে আশঙ্কা আরও তীব্র থেকে তীব্রতর হতে থাকে।
কিন্তু ফের বদলাচ্ছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। সোম থেকে বুধ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতি এবং শুক্রবারও উপকূল লাগোয়া জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
উল্লেখ্য, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃষ্টি হলে তাপমাত্রার পারদ সামান্য কমবে বলে জানা গিয়েছে।