• Breaking News Live: রামনবমীতে অশান্তি এড়াতে আঁটসাঁট নিরাপত্তা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৫
  • ক্ষমতায় আসার পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নীতিগুলির বিরুদ্ধে শনিবার আমেরিকার রাস্তায় বহু মানুষ জমায়েত করেছেন। স্লোগানিং চলছে ট্রাম্পের বিরুদ্ধে। তাঁরে উন্মাদ বলে বিক্ষোভে ফেটে পড়েছে জনতা। মিছিলে ছেয়ে গিয়েছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ম্যানহাটনের রাস্তা। বিস্তারিত পড়ুন

    রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী। একাধিক কর্মসূচি রয়েছে BJP এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলির। কলকাতায় ৬০টি মিছিলের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চের মতো সংগঠনগুলোরও মিছিল রয়েছে। পথে নামছে তৃণমূলও। মিছিলে কোনও রকম অশান্তি রুখতে বদ্ধপরিকর পুলিশ। কেবলমাত্র কলকাতাতেই প্রায় ৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ দায়িত্বে থাকছেন উচ্চপদস্থ আধিকারিকেরা। রাজ্য জুড়ে ২৯ জন IPS অফিসারকে রামনবমী উপলক্ষে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)