রামনবমী উপলক্ষ্যে শহরে একাধিক রুটে মিছিল ও শোভাযাত্রা, জানুন আজকের ট্রাফিকের হাল
বর্তমান | ০৬ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। রাজ্যেজুড়েও পালিত হচ্ছে আজকের এই বিশেষ তিথি। আর সেই রামনবমী উপলক্ষ্যে শহরে একাধিক জায়গায় মিছিল শুরু হয়েছে এবং হবে। আজ, রবিবার ছুটির দিন থাকলেও একাধিক রাস্তায় রামনবমীর মিছিলকে ঘিরে যানজট হতে পারে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা সর্বত্রই রয়েছে মিছিল। আর রামনবমীর সেই মিছিল কিংবা শোভাযাত্রার জন্য আপনি পড়তে পারেন যানজটে। তাই একনজরে দেখে নিন কোথায় কোথায় এদিন রয়েছে মিছিল কিংবা শোভাযাত্রা। কলকাতা পুলিসের ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, আজ, রবিবার সকাল ৬টায় একটি মিছিল হয়েছে সিআইটি মোড় থেকে গীতাঞ্জলি ঘড়ির মোড় হয়ে বেলেঘাটা রোড পর্যন্ত। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে একটি মিছিল রয়েছে বেচু চ্যাটার্জী স্ট্রিট থেকে সাহিত্য পরিষদ স্ট্রিট পর্যন্ত। দুপুর ১টা ৩০ মিনিটে রামনবমী উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের হবে, যেটি শুরু হবে ক্যানাল রোড থেকে যাবে বেকারি রোড পর্যন্ত। দুপুর ২টা ৩০ মিনিটে কাশীপুর রোড থেকে একটি মিছিল শুরু হবে, সেটি যাবে চিড়িয়ামোড় পর্যন্ত। আবার সেই সময়েই শহরের অন্যপ্রান্তে বাগবাজার স্ট্রিট থেকে বিকে পাল ক্রসিং পর্যন্ত একটি রামনবমীর মিছিল যাবে। দুপুর ২টা ৩০ মিনিটে কাশীপুর রোড থেকে কেসি রোড পর্যন্ত যাবে আরও একটি মিছিল। ওই একই সময়ে কবরডাঙা ময়দান থেকে বোসপুকুর ক্রসিং হয়ে একটি মিছিল যাবে নবপল্লী পর্যন্ত। শহরে আজ, রবিবার রামনবমী উপলক্ষ্যে সবথেকে বড় শোভাযাত্রাটি বেরোবে দুপুর ৩টের সময়ে। সেটি শুরু হবে রামলীলা ময়দান থেকে যাবে চম্পামণি হাসপাতাল রোড পর্যন্ত। বিকেল ৪টের সময়ে তিলজলা রোড থেকে একডালিয়া হয়ে একটি মিছিল যাবে ম্যান্ডেভিলা গার্ডেন পর্যন্ত। বিকেল ৪টে ৩০ মিনিটে আরও একটি মিছিল বের হবে। সেটি শুরু হবে মহাত্মা গান্ধী রোড থেকে শেষ হবে কলাকার স্ট্রিট পর্যন্ত। এছাড়াও এদিন রাত ৮টা নাগাদ একটি মিছিল বের হবে। তাতে জমায়েত অল্প হবে বলে জানা গিয়েছে। সেই মিছিল শুরু হবে আলিপুর রোডে, যাবে দুর্গাপুর লেন পর্যন্ত। তবে সবক্ষেত্রেই যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর কলকাতা পুলিসের ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।