• বইবে তীব্র ঝড়? মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কেন? কতটা দুর্যোগপূর্ণ থাকবে আবহাওয়া?
    ২৪ ঘন্টা | ০৬ এপ্রিল ২০২৫
  • অয়ন ঘোষাল: এসে গেল রামনবমীর দিনের আবহাওয়া-সংবাদ। একদিকে উত্তর-পশ্চিমের শুষ্ক গরম বাতাস, অন্য দিকে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস। দুইয়ে মিলে ঝড়বৃষ্টির আশঙ্কা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। 

    দক্ষিণবঙ্গে

    আজ, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চার জেলায়। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়।

    সোমবার থেকে বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।‌

    বৃহস্পতিবার ও শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূল এবং লাগোয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। 

    উত্তরবঙ্গে

    রবিবার সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার কিছু অংশে। সঙ্গে বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।

    সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। 

    কারণ

    একদিকে উত্তর পশ্চিমের শুষ্ক গরম বাতাস, অন্য দিকে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস। এই দুটির সংস্পর্শে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের এই সম্ভাবনা। 

    সতর্কতা

    আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ ও কাল প্রবল বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সমুদ্র উত্তাল হবে। ৩৫-৪৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস সমুদ্রে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

    পরিসংখ্যান

    কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেড়ে হয়েছিল ২৭.২ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেড়ে ৩৬.৫ ডিগ্রি ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে ৯৪ শতাংশ।

  • Link to this news (২৪ ঘন্টা)