• রামনবমী LIVE UPDATE: সাধুসন্তদের নিয়ে সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস শুভেন্দুর
    প্রতিদিন | ০৬ এপ্রিল ২০২৫
  • আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে রামনবমী নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। জেলায় জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে মিছিল। যাতে কোনও অশান্তি না হয় সে বিষয়ে সতর্ক প্রশাসন। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশি টহল। রামনবমী সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে।  

    সকাল ১১.০১: পূর্ব মেদিনীপুরের সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস। যজ্ঞ করছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি। বলেন, “রাম আস্থার প্রতীক।”সকাল ১০.৪৫: নিউটাউনে স্কুটি চালিয়ে মিছিল লকেট চট্টোপাধ্যায়ের। সঙ্গে ছিলেন 
    শমীক ভট্টাচার্য, অর্জুন সিং, অর্চনা মজুমদার-সহ বিজেপি নেতারা।সকাল ১০.৪০: বাগবাজারে হনুমান মন্দিরে পুজো দিলেন শশী পাঁজা।
    সকাল ১০.৩৪: বাঁকুড়ার বিষ্ণুপুরে লাঠিখেলায় ব্যস্ত বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

    সকাল ১০.৩২: রামনবমীর শোভাযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের।

    সকাল ১০.২৮:  X হ্যান্ডেলে দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

    সকাল ১০.২৩: ৪০০ বছর পুরনো হাওড়ার রামরাজাতলার রামমন্দিরে পুজো দিলেন সজল ঘোষ। তিনি কদমতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে রামমন্দিরে পৌঁছন। ওই মন্দিরে আসা ভক্তদের সঙ্গে জনসংযোগ সারেন। 

    সকাল ১০.২০: অযোধ্যার রামমন্দিরে চলছে রামলালার আরাধনা।
    সকাল ১০.১০: মেদিনীপুরের গোপগড়ে বাইক ব়্যালি দিলীপ ঘোষের। 
    সকাল ১০.০৯:  সিউড়িতে রামনবমীর শোভাযাত্রায় সাংসদ শতাব্দী রায় ও বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সঙ্গে ছিলেন পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। সকাল ১০.০৮: শিলিগুড়ির মহাবীর স্থানে রামপুজোয় অংশ নিলেন গৌতম দেব।

    সকাল ৯.৫২: মালদহে স্নিফার ডগ দিয়ে তল্লাশি।   

    সকাল ৯.৩৫: রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রায় পা মেলালেন মালদহের তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। সঙ্গে ছিলেন জনাকয়েক তৃণমূল কাউন্সিলর। কৃষ্ণেন্দুনারায়ণ বলেন, “আগে ছোট করে হত, এখন বড় করে হচ্ছে।”

    সকাল ৬.৩০: রামনবমীর শুভেচ্ছা জানিয়ে শান্তি বজায় রাখার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • Link to this news (প্রতিদিন)