রামনবমী LIVE UPDATE: সাধুসন্তদের নিয়ে সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস শুভেন্দুর
প্রতিদিন | ০৬ এপ্রিল ২০২৫
আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে রামনবমী নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। জেলায় জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে মিছিল। যাতে কোনও অশান্তি না হয় সে বিষয়ে সতর্ক প্রশাসন। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশি টহল। রামনবমী সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে।
সকাল ১০.২৮: X হ্যান্ডেলে দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
সকাল ১০.২৩: ৪০০ বছর পুরনো হাওড়ার রামরাজাতলার রামমন্দিরে পুজো দিলেন সজল ঘোষ। তিনি কদমতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে রামমন্দিরে পৌঁছন। ওই মন্দিরে আসা ভক্তদের সঙ্গে জনসংযোগ সারেন।
সকাল ১০.২০: অযোধ্যার রামমন্দিরে চলছে রামলালার আরাধনা।
সকাল ১০.১০: মেদিনীপুরের গোপগড়ে বাইক ব়্যালি দিলীপ ঘোষের।
সকাল ১০.০৯: সিউড়িতে রামনবমীর শোভাযাত্রায় সাংসদ শতাব্দী রায় ও বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সঙ্গে ছিলেন পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। সকাল ১০.০৮: শিলিগুড়ির মহাবীর স্থানে রামপুজোয় অংশ নিলেন গৌতম দেব।
সকাল ৯.৫২: মালদহে স্নিফার ডগ দিয়ে তল্লাশি।
সকাল ৯.৩৫: রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রায় পা মেলালেন মালদহের তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। সঙ্গে ছিলেন জনাকয়েক তৃণমূল কাউন্সিলর। কৃষ্ণেন্দুনারায়ণ বলেন, “আগে ছোট করে হত, এখন বড় করে হচ্ছে।”