• ঠাকুরপুকুর বাজার এলাকায় ভয়াবহ দুর্ঘটনা, পর পর পথচারীকে ধাক্কা বেপরোয়া চারচাকার
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৫
  • রামনবমীর সকালে বড় দুর্ঘটনা শহরে। ঠাকুরপুকুর এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের সরু রাস্তায় ঢুকে পড়ে। পর পর ধাক্কা মারে বেশ কিছু পথচারীকে। ছুটির দিনে ভিড় বাজার এলাকায় এই দুর্ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই আঘাত গুরুতর বলে খবর।

    স্থানীয়দের দাবি, হাঁসপুকুর থেকে ঠাকুরপুকুরের দিকে আসছিল গাড়িটি। অত্যন্ত বেপরোয়া গতি ছিল সেটির। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঢুকে পড়ে বাজারে। ওই সরু রাস্তায় বড় গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও কী ভাবে নিষেধাজ্ঞা উড়িয়ে গাড়িটি ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে। চালক এবং গাড়ির যাত্রীরা মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি স্থানীয়দের। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ছুটির সকালে বাজারে ভিড় থাকায় একাধিক মানুষের জমায়েত ছিল ওই সরু রাস্তায়। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, গাড়িতে দু’জন মহিলা এবং এক পুরুষ ছিলেন। খাল পাড় বরাবর আসতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর একাধিক গাড়িতে ধাক্কা মারে সেটি। ধাক্কায় মারে পথচারীদেরও। তাঁদের প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের আঘাতই গুরুতর।

    জানা গিয়েছে, গত ছয় বছর ধরে গাড়ি চলাচল বন্ধ ছিল বাজারের ওই সরু রাস্তায়। সারাইয়ের কাজ চলছে সেখানে। তার মধ্যেই এই গাড়ি দুর্ঘটনা নিয়ে এলাকাবাসীরা ক্ষোভ উগরে দিয়েছে পুলিশের উপর।

  • Link to this news (এই সময়)