• রামনবমীর মিছিলের জন্য বন্ধ রাস্তা! ভোগান্তি সাধারণ মানুষের
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৫
  • রামনবমী উপলক্ষে রবিবার সকাল থেকেই বিভিন্ন জেলায় শোভাযাত্রা বের হয়েছে। বাদ যায়নি শিলিগুড়িও। রবিবার রামনবমীর সকালে মহাবীরস্থানে রামের পুজো দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অন্যদিকে, প্রতি বছরের মতো এ বছরও মাল্লাগুড়ি থেকে বেরিয়েছে রামনবমীর মিছিল। জানা গিয়েছে, শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে রামনবমীর মিছিল হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড হয়ে ভেনাস মোড়ে শেষ হবে। তবে সেখানে মিছিল বেরোনোর জন্য নাকাল হতে হলো পথে বের হওয়া মানুষকে। অন্তত অভিযোগ এমনই।

    মিছিল বেরোনোর আগে থেকেই মহাবীরস্থান থেকে বিধান মার্কেট পর্যন্ত বাইক ছাড়া সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ দিকে এনজেপি থেকে সালুগাড়া যেতে হলে ইস্টার্ন বাইপাস ছাড়া কোনও বিকল্প নেই। মাল্লাগুড়ি থেকে ভেনাস মোড় পর্যন্ত সমস্ত টোটো, অটোও বন্ধ। সালুগাড়া যাওয়ার অটোর অপেক্ষায় দাঁড়িয়েও কোন লাভ হয়নি। এমন পরিস্থিতিতে হেঁটেই গন্তব্যে পৌঁছতে হচ্ছে সাধারণ মানুষকে।

    শিলিগুড়ির রাস্তার দু’পাশে ক্যাম্প তৈরি করে ভক্তদের জল, শরবত, শসা, তরমুজ, পায়েস, টিকিয়া বিলি করছে বিভিন্ন সংগঠনগুলি। শহরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাবীরস্থান থেকে পানিট্যাঙ্কি পর্যন্ত টোটো, অটো চলাচল বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, এমন পরিস্থিতিতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ইস্টার্ন বাইপাস হয়ে বেশি ভাড়া দিয়ে যাতায়াত করছেন নিত্যযাত্রীরা। এ দিকে সরাসরি আসতে হলে মহাবীরস্থানে নেমে সেখান থেকে হেঁটে পানিট্যাঙ্কি মোড়ে আসতে হচ্ছে। সেই মোড় থেকে টোটো, অটোয় চেপে গন্তব্যে পৌঁছতে হচ্ছে যাত্রীদের।

    সব মিলিয়ে রবিবার সকাল থেকেই বিপাকে পড়েছেন পথে বের হওয়া মানুষ।

  • Link to this news (এই সময়)