আবহাওয়া দপ্তরের সতর্কতা, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি সম্ভাবনা। ভিজবে একাধিক জেলা, সঙ্গে ঝড়-বৃষ্টি-ব্জ্রবিদ্যুৎ। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টি সম্ভাবনা আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলায় জেলায়।
সম্ভাবনা, সোমবার থেকেই গরমের মাঝে ঝড়-বৃষ্টি। ১১ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ চৈত্রের শেষভাগে প্রবল দাবদাহের পরিবর্তে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, বর্ধমান, নদীয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালাকা বৃষ্টির সম্ভাবনা। ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা। ৭ তারিখ, অর্থাৎ সোমবার বৃষ্টি সম্ভাবনা মূলত উপকূলীয় জেলাগুলিতে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি সম্ভাবনা।
তবে ঝড় বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিললেও, শান্তি মিলবে না। বাড়তে পারে আদ্রর্তা জনিত অস্বস্তি। রবিবার থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা। হাওয়া অফিস বঙ্গের আবহাওয়া সম্পর্কে যে আপডেট দিয়েছে, তাতে আগামী কয়েকদিন ছাতা-রেনকোট সঙ্গে রাখা আবশ্যক। নইলেই মাঝরাস্তায় বাধতে পারে বিপত্তি।