• রাম নবমীতে লক্ষীলাভ! কোটি টাকার ব্যবসায় হাসি ফিরল 'ডিজেওয়ালে বাবুদের'...
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। বছরের পর বছর ধরে পালিত হলেও বিগত কয়েক বছরে রামনবমী পালনে চমক বেড়েছে অনেকটাই। গত কয়েক বছরে সারা রাজ্যের মধ্যে অন্যতম রাম নবমীর আয়োজন লক্ষণীয় শিলিগুড়িতে।

    এবছর রাম নবমীর শোভাযাত্রার সংখ্যা প্রায় ২০০’র কাছাকাছি। রাম নবমী  ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত করতে বাহিনী মোতায়েন করেছে প্রশাসন। আগামী ৯ এপ্রিল পর্যন্ত সমস্ত ছুটি বাতিল হয়েছে পুলিশ কর্মীদের।

    অন্যদিকে এই রাম নবমীর উন্মাদনায় মাঝেই হাসি মুখ ডিজের ব্যবসায়ীদের। শহরের বেশিরভাগ শোভাযাত্রার অন্যতম আকর্ষণ লেজার লাইট, বড় বড় সাউন্ড বক্স সুসজ্জিত ট্রেলার গাড়ির। যেখানে লাইভ ডিজে চলছে, "ঘর ঘর গুজেগা একই নাম" বা "রাম সিয়া রাম", বা হনুমান চাল্লিসার উচ্চস্বরে গানের সঙ্গে ভক্তদের নাচ। বছরের এই বিশেষ সময়ে ডিজে ওয়ালেদের চাহিদা চরমে। বুকিং হয়েছে প্রায় তিন মাস আগে থেকেই। শুধু শিলিগুড়ি নয় রাম নবমীতে গোটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্যের অসম থেকে পৌঁছেছেন ডিজে শিল্পীরা।

    এই বিষয়ে যোগাযোগ করা হলে ডিজে কপিল জানান, ডিজে ওয়ালারা সংগঠিত নয়। তবুও আমার কাছে খবর রয়েছে, ‘এক একটি বুকিং হয়েছে ৮০০০০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে। রাম নবমীর এই দিনে শহরে বুকে রয়েছেন ১৬০-এর কাছাকাছি ডিজে শিল্পী। যার গোটা ব্যবসার পরিমাণ প্রায় কোটি টাকার উপরে।‘
  • Link to this news (আজকাল)