আজকাল ওয়েবডেস্ক: বাংলাজুড়ে রামনবমীকে কেন্দ্র করে রাজনীতির দাপট, উত্তেজনার মাঝেই এক অন্যচিত্র ধরা পড়ল মালদহের ইংরেজবাজারে। রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা গেল এই শহরে। রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারী সনাতনী ভক্তদের উপর ফুল ছড়িয়ে, পরস্পরকে আলিঙ্গন, মিষ্টি করিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন মালদহ শহরের মুসলিম কমিটি আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার সদস্যরা। উঠল 'হিন্দু-মুসলমান ভাই বাই ধ্বনি'ও।
এবিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, "এটাই বাংলার বৈশিষ্ট্য। এখানকার মানুষ পরস্পর পরস্পরের সঙ্গে সম্পৃতির বাঁধনে বাঁধা। তাঁরা কোনও ভেদাভেদ পছন্দ করেন না।"
রামনবমীকে কেন্দ্র করে রবিবার মালদার ইংরেজবাজার শহরে প্রচুর মানুষ রাস্তায় নেমেছিলেন। আয়োজন হয় বিরাট শোভায়াত্রার। গেরুয়া পতাকা হতে সনাতনীরা 'জয় শ্রীরাম' বলতে বলতে শোভাযাত্রা করেন। মাঝপথে দেখা যায় সম্প্রীতির দৃশ্য। হিন্দুদের শোভাযাত্রার উপর রাস্তার ফুল ছড়িয়ে দেন স্থানীয় মুসলমানরা। এরপর চলে কোলাকুলি। দেখা যায়, হিন্দুদের মিষ্টি বিতরণ করছেন মুসলমানরা। ভেদাভুদ ভুলে তখন মানবতার জয়-গান।
রাস্তায়রদু'পাশে জড়ো হওয়া মুসলিমরা বলেন, "খুব সুন্দর অনুভূতি, সম্প্রীতির অনুভূতি। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষই আমাদের সকলের ভারতবর্ষ। আমরা সবাই এক। হিন্দু-মুসলিম ভাই-ভাই। আমরা সবাই সম্প্রীতির বার্তা দিতে চাই।"
মালদহের পাশাপাশি বীরভূমের রামপুরহাটে রামনবমীর মিছিলেও সম্প্রীতির বার্তা। রামনবমীর মিছিলে আগত মানুষদের হাতে জল ও লাড্ডু তুলে দিলেন মুসলিম যুবকেরা। এ দিন রামপুরহাটের পাঁচমাথা মোড় এলাকায় রামনবমীর শোভাযাত্রা বের হয়। জানা গিয়েছে, 'বগটুই যুবকবৃন্দ' ব্যানারে মুসলিম যুবকেরা আজ রামনবমীর মিছিলে আগত মানুষদের হাতে জল ও লাড্ডু তুলে দেন। তাঁরা জানান, সম্প্রীতির বার্তা দিতেই তাদের এই উদ্যোগ। এমনকি এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জিকেও।