• ওয়াকফ বিল বাতিলের দাবিতে মগরাহাটে রেল অবরোধ, শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল...
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সংশোধিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে রবিবার মগরাহাটে রেল অবরোধ। যার জেরে বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের আপ ও ডাউনের ট্রেন চলাচল। এদিন মগরাহাটে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান জমিয়ত উলেমায় হিন্দের কর্মীরা। রেল অবরোধের জেরে ছুটির দিনে ভোগান্তিতে যাত্রীরা।

    রবিবার বেলা বারোটা নাগাদ মগরাহাট স্টেশনে রেল লাইনের উপর সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতায় রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন জমিয়ত উলেমায় হিন্দের কয়েকশো কর্মী সমর্থকেরা। রেল অবরোধের ফলেই ঘণ্টাখানেক বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের আপ ও ডাউনের ট্রেন চলাচল।

    মগরাহাটে কয়েক ঘণ্টা রেল অবরোধ চলার পর ঘটনাস্থলে যান মগরাহাট থানার পুলিশ ও জিআরপি থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলার পরই অবরোধ উঠে যায়। দুপুরের পর ডায়মন্ড হারবার লাইনে ফের স্বাভাবিক ট্রেন চলাচল। এদিন মগরাহাট স্টেশন সংলগ্ন রাস্তাও অবরোধ করা হয়। ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে কিছুক্ষণ। 
  • Link to this news (আজকাল)