• ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি পিষে দিল আড়াই বছরের শিশুকে
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৫
  • মিল্টন সেন,হুগলি:  রবিবার সকালে অসাবধানতার জেরে দুর্ঘটনার কবলে উত্তরপাড়া পুরসভার গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল আড়াই বছরের এক শিশুকে।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। মৃত শিশুর নাম অংশ গড়।

    ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উত্তরপাড়া পুরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের কড়াই ফ্যাক্টরি এলাকায়। সঙ্গে সঙ্গেই গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। তাঁর পরই মৃত শিশুকে নিয়ে শুরু হয় পথ অবরোধ।

    এই প্রসঙ্গে শিশুর বাবা অখিল গড় জানান, বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। হটাৎই পুরসভার আবর্জনা ফেলার গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনার প্রতিবাদে টি এন মুখার্জি রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পুরসভার উপর ক্ষোভ উগরে দেয় বিক্ষোভকারীরা। উত্তরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
  • Link to this news (আজকাল)