• রুট নিয়ে আপত্তি, নিউটাউনে রাম নবমীর মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে বচসা লকেটের
    আজ তক | ০৬ এপ্রিল ২০২৫
  • নিউটাউনে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাম নবমীর মিছিল অন্য রাস্তায় ঘুরিয়ে দিল পুলিশ। কেষ্টপুর মোড়ে ওই মিছিল আটকানো হয়। ব্যারিকেড করে পুলিশ মিছিল আটকায়। তারপরেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় লকেটকেও। মিছিল কেন আটকানো হচ্ছে? উপস্থিত পুলিশ কর্মীদের কাছে জানতে চান হুগলির প্রাক্তন সাংসদ। যদিও পরে পুলিশের কথা মতো মিছিল অন্য রাস্তায় নিয়ে যাওয়া হয়।

    লকেট বলেন, 'অন্য সম্প্রদায়ের মিছিল আটকানো হয় না। আমাদের আটকানো হয়। ধর্মীয় মিছিল কেন আটকানো হবে। আমরা ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। ব্যারিকেড করে পুলিশ আটকেছে। কারণটা দেখাতে পারছে না পুলিশ। ধর্মীয় মিছিল আটকানোর অধিকার নেই। আমাদের সল্টলেক ঢোকার কথা আছে। অনুমতি থাকার পরেও মিছিল আটকেছে পুলিশ। আমাদের সল্টলেকে ঢুকতে দিচ্ছে না।'

    অতীতের নজির ভেঙে এবার রাম নবমীতে সাজ সাজ রব কলকাতায়। গেরুয়া পতাকায় মুড়েছে একাধিক রাস্তা। জেলায় জেলায় মিছিল বের করেছে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ-সহ অন্য হিন্দু সংগঠনগুলি। পিছিয়ে নেই তৃণমূলও। তারাও একাধিক জেলায় রাম নবমীর মিছিল বের করেছে। কলকাতা-সহ গোটা রাজ্যজুড়েই নিরাপত্তা বাড়ানো হয়েছে। সমস্ত সংবেদনশীল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

    আসলে, একদিকে বিজেপির রাম নবমী উপলক্ষে মেগা পরিকল্পনা রয়েছে এবং অন্যদিকে সরকার শান্তিপূর্ণভাবে উৎসব পালনের নির্দেশ জারি করেছে। পুলিশ রাস্তায় আছে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য রয়েছে প্রচণ্ড সতর্কতা। সংবেদনশীল এলাকা চিহ্নিত করা হয়েছে এবং সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
  • Link to this news (আজ তক)