• জিএসটি সংগ্রহ বৃদ্ধিতে জাতীয় হারকে টেক্কা বাংলার, স্ট্যাম্প ডিউটি থেকে বাড়ল রাজ্যের আয়
    বর্তমান | ০৬ এপ্রিল ২০২৫
  • কলকাতা, ৬ এপ্রিল: সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ আর্থিক বছরে জিএসটি সংগ্রহ বৃদ্ধির নিরিখে উল্লেখযোগ্য সাফল্য বাংলার। এক্ষেত্রে জাতীয় হারকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে রাজ্য। আজ, রবিবার সমাজমাধ্যম এক্স-এ এই সাফল্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে সকলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৩-২৪ আর্থিক বছরের তুলনায় ২০২৪-২৫ আর্থিক বছরে রাজ্যের জিএসটি সংগ্রহ ৪ হাজার ৮০৮ কোটি টাকা বেড়েছে। বৃদ্ধির হার ১১.৪৩ শতাংশ। যা জাতীয় হারের তুলনায় ২ শতাংশ বেশি। ২০২৪-২৫ আর্থিক বছরে জাতীয় স্তরে জিএসটি সংগ্রহ বৃদ্ধির হার ছিল বার্ষিক ৯.৪৪ শতাংশ। এই পরিসংখ্যান থেকে ‘রাজ্যের অভ্যন্তরীণ আর্থিক অবস্থার ক্রমশ আরও মজবুত হওয়ার চিত্রই ফুটে উঠছে’ বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।তবে শুধু জিএসটি সংগ্রহই নয়, রাজ্যে খুশির হাওয়া আবাসন ক্ষেত্রেও। জমির রেজিস্ট্রেশনে থেকে স্ট্যাম্প ডিউটি- গত আর্থিক বছরে উভয়ই বেড়েছে লক্ষ্যনীয়ভাবে। এদিন সেই পরিসংখ্যানও তুলে ধরেছেন মমতা। আগের আর্থিক বছরের তুলনায় ২০২৪-২৫ আর্থিক বছরে ৬০ হাজার বেশি দলিল রেজিস্ট্রেশন হয়েছে রাজ্যে। এই খাতে স্ট্যাম্প ডিউটি বাবদ  সরকারের আয় বেড়েছে ৩১.০৫ শতাংশ।সাফল্যের এই দুই পরিসংখ্যানকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এই সমস্ত কিছুই প্রমাণ করে যে আমরা স্বনির্ভরতা এবং আর্থিক শৃঙ্খলায় বিশ্বাস করি। পাশাপাশি বাংলার মানুষের কল্যাণে রাজ্যের কোষাগার সুবিন্যস্ত করার ব্যাপারেও প্রশাসন চূড়ান্ত আন্তরিক।’
  • Link to this news (বর্তমান)