গাইঘাটায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, গ্রেপ্তার ১
বর্তমান | ০৬ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। আজ, রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার বড়া কৃষ্ণনগর এলাকায়। গুলিবিদ্ধ বিজেপি কর্মী আশুতোষ বালাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে বারাসত মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। সূত্রের খবর, বুকে গুলি লেগেছে আশুতোষের। গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত তপন বালাকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আশুতোষ স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে ঠাকুরনগর স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। বড়া বকুলতলা এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে তপন, এমনটাই অভিযোগ। গুলিবিদ্ধ হওয়ার পর চিৎকার করে ওঠেন আশুতোষ। সেই চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। তারাই রক্তাক্ত অবস্থায় আশুতোষকে হাসপাতালে ভর্তি করে। কেন এই ঘটনা ঘটল? পুলিসের প্রাথমিক অনুমান ব্যবসা সংক্রান্ত শত্রুতার জেরে তপনই গুলি চালিয়েছে আশুতোষের উপর। আশুতোষ ও ধৃত তপন দু’জনেই ফুলের ব্যবসা করেন। এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত ছিলেন আশুতোষ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তপনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে গাইঘাটা থানার পুলিস।