উত্তরপাড়ায় পুরসভার আবর্জনা সাফাইয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর, এলাকায় বিক্ষোভ
বর্তমান | ০৬ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংকীর্ণ রাস্তা, আর সেখান দিয়েই বেপরোয়া গতিতে ছুটছিল পুরসভার আবর্জনা সাফাইয়ের গাড়ি। আর তাতেই ঘটে গেল বিপত্তি। ওই রাস্তার ধারেই খেলছিল এক শিশু। দ্রুত গতিতে যাওয়ার সময়ে ওই শিশুকে পিষে দেয় আবর্জনা সাফাইয়ের গাড়িটি। আজ, রবিবার দুর্ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া পুরসভার ২২ নং ওয়ার্ডে। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। যদিও শেষরক্ষা হয়নি তার। কর্তব্যরত চিকিৎসকরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় র্যাফ। ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিস। জানা গিয়েছে, শিশুটির নাম অংশ গড়। বাবার নাম অখিল গড়। অভিযোগ, ওই শিশুটিকে তার বাড়ির সামনেই এদিন পিষে দেয় উত্তরপাড়া পুরসভার আবর্জনা সাফাইয়ের গাড়িটি। খবর পেয়েই হাসপাতালে যান পুরপ্রধান দিলীপ যাদব। তিনি জানান, ‘ঘটনার তদন্ত হবে। মৃত শিশুটির পরিবারের পাশে রয়েছি আমরা।’ সূত্রের খবর, পুলিস ইতিমধ্যেই ওই আবর্জনা সাফাইয়ের গাড়ি ও তার চালককে আটক করেছে।